ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মাহমুদউল্লাহর পর মাশরাফি   

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
মাহমুদউল্লাহর পর মাশরাফি    ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ওয়ানডেতে মাশরাফি বিন মর্তুজার ক্যারিয়ারে রয়েছে একটি অর্ধশতক। ২০১০ সালের ডিসেম্বরে এই মিরপুরেই স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ২৭ বলে ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মাশরাফি।

দশ বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতকের খুব কাছে গিয়ে আউট হয়েছেন ৯ নম্বরে নামা এ ব্যাটসম্যান।  

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৯ বলে ৪৪ রান করা মাশরাফি হয়েছেন রান আউটের শিকার। দলের প্রয়োজনের সময় এমন এক ইনিংস খেলে মাশরাফি যেমন বাংলাদেশকে এনে দিয়েছেন লড়াকু সংগ্রহ, সেই সঙ্গে টেলএন্ডারদের ব্যর্থতার আলোচনা-সমালোচনা থামালেন।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০৯ রান তাড়া করতে নেমে জয়ের খুব কাছে গিয়েও শেষ ১৭ রানে ৬ উইকেট হারিয়ে সিরিজে লিড নেয়ার সুযোগ হারিয়েছে।  

টেলএন্ডারে মাশরাফির সঙ্গে জ্বলে উঠেছেন নাসির হোসেনও। অষ্টম উইকেটে এ জুটি যোগ করেন ৬৯ রান। ফিনিশিং ভালো হওয়াতেই স্লো উইকেটে ইংল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দেয়া গেছে।

১০ ম্যাচ পর (ওয়ানডে ও টি-টোয়েন্টি) একাদশে ফেরা নাসির হোসেনের অপরাজিত ২৭ রান ২৩৮ রানের স্কোর গড়তে ভূমিকা রাখে।

তার আগের গল্পটা কেবলই মাহমুদউল্লাহ রিয়াদের। চাপের মাঝে নেমে ৭৫ রানের লড়াকু ইনিংস খেলেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। তামিম-ইমরুল-সাকিবদের ব্যর্থতার দিনে মাহমুদউল্লাহ হাল ধরাতেই দু’শ পেরোতে পেরেছে বাংলাদেশ। আর মাশরাফির ঝোড়ো ইনিংসে দু’শ পেরিয়ে আড়াইশ’র দিকে ছুটেছে। কাজটা এবার বোলারদের। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে বিধ্বস্ত করতে বিধ্বংসী কিছুই করতে হবে বোলারদের।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ০৯ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।