ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শক্ত অবস্থানে ঢাকা-সিলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
শক্ত অবস্থানে ঢাকা-সিলেট ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের টায়ার ওয়ানের ম্যাচে শক্ত অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগ। লিগের দ্বিতীয় দিন শেষে বরিশালের বিপক্ষে ৪২০ রান এগিয়ে ঢাকা।

অপরদিকে, চট্টগ্রামের বিপক্ষে ৩২৯ রানে এগিয়ে সিলেট।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে আগে ব্যাট করে ৫২৩ রান তোলে ঢাকা। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে বরিশাল। এরপরও ৪২০ রানে এগিয়ে রয়েছে ঢাকা।

ঢাকার হয়ে ওপেনার আবদুল মজিদ ৯৬ রান করে বিদায় নেন। আরেক ওপেনার রনি তালুকদার করেন ৮৪ রান। ওপেনিং জুটি থেকেই আসে ১৭৬ রান। ১৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তাইবুর রহমান। এছাড়া, ৭৫ রান করেন নাদিফ চৌধুরি। আর অপরাজিত ৫৭ রান আসে জাহিদুজ্জামানের ব্যাট থেকে।

বরিশালের হয়ে ৫ উইকেট দখল করেন মনির হোসেন।

নিজেদের ইনিংসে ব্যাটিংয়ে নেমে বরিশালের হয়ে ওপেনার আবু সায়েম ৭ রানে বিদায় নিলেও আরেক ওপেনার শাহরিয়ার নাফিস ৪০ এবং তিন নম্বরে নামা ফজলে মাহমুদ ৫৫ রানে অপরাজিত রয়েছেন।

এদিকে, ফতুল্লায় সিলেটের করা ৪৪৪ রানের জবাবে ১১৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে চট্টগ্রাম। সিলেটের হয়ে শতক হাঁকান দলপতি অলোক কাপালি এবং শাহানুর রহমান। কাপালি ১৩৭ আর শাহানুর ১০২ রান করেন। রাজিন সালেহের ব্যাট থেকে আসে ৫১ রান।

নিজেদের ইনিংসে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের হয়ে ৫৭ রান করে বিদায় নেন তাসামুল হক। এছাড়া, ২২ রান আসে অভিষেক মিত্রর ব্যাট থেকে। ২৩ রান করে অপরাজিত থাকেন ইয়াসির আলি। শাহানুর রহমান নেন তিনটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ০৯ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।