ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

স্বস্তিতে নেই খুলনা-রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
স্বস্তিতে নেই খুলনা-রংপুর ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের টায়ার ওয়ানের ম্যাচে স্বস্তিতে নেই খুলনা এবং রংপুর বিভাগ। খুলনার বিপক্ষে সবক’টি উইকেট হাতে রেখে ২৩৪ রানে পিছিয়ে ঢাকা মেট্রো।

আর রংপুরের করা ২৩৪ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছে রাজশাহী।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগ অলআউট হওয়ার আগে তোলে ২৯৩ রান। জবাবে, নিজেদের ইনিংসে বিনা উইকেটে ৫৯ রান তুলেছে ঢাকা মেট্রো। খুলনার হয়ে অপরাজিত ১০৩ রান করেন নুরুল হাসান সোহান। এছাড়া, ৪৫ রান করেন জিয়াউর রহমান। আরও ৪৫ রান আসে আবদুর রাজ্জাকের ব্যাট থেকে।

ঢাকা মেট্রোর হয়ে ওপেনার সাদমান ইসলাম অপরাজিত ২৩ রানে। আরেক ওপেনার মেহেদি মারুফের ব্যাট থেকে আসে অপরাজিত ৩৪ রান।

এদিকে, রংপুরের তোলা ২৩৪ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছে রাজশাহী। রংপুরের হয়ে ৫৩ রান করেন তানভির হায়দার। এছাড়া, আরও ৫৩ রান করেন সোহরাওয়ার্দি শুভ।

রাজশাহীর হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত আছেন জুনায়েদ সিদ্দিকী। ২৮ রানে ব্যাট হাতে নামবেন অপরাজিত থাকা সাঞ্জামুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ০৯ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।