ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানিস্তানকে বিধ্বস্ত করে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
আফগানিস্তানকে বিধ্বস্ত করে সেমিতে বাংলাদেশ ছবি:সংগৃহীত

ঢাকা: নারী হ্যান্ডবলে আফগানিস্তানকে বিধ্বস্ত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আইএইচএফ ট্রফিতে আফগান মেয়েদের ৩৪-৭ ব্যবধানে হারায় স্বাগতিকরা।

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে মঙ্গলবার (১১ অক্টোবর) ম্যাচের প্রথমার্ধে ১৬-২ গোলে এগিয়ে ছিল স্বাগতিক মেয়েরা। পরে আরও ১৮টি গোল করে বাংলাদেশ। বাংলাদেশের অধিনায়ক রুবিনা বেগম সর্বোচ্চ ৯ গোল করেন। মাসুদা আক্তার ও শিফা ৫টি করে, রহিমা ও পূর্ণিমা ৪টি করে গোল করেন।

অনূর্ধ্ব-১৯ বছর বয়সীদের এই প্রতিযোগিতায় শেষ চারে উঠলেও আফগানিস্তানের বিপক্ষে দলের পারফরম্যান্স আরও ভালো হওয়া প্রয়োজন বলে জানান অধিনায়ক রুবিনা।

এর আগে শ্রীলঙ্কাকে ৪৭-১৪ গোলে হারিয়ে মুকুট ধরে রাখার পথে যাত্রা শুরু করেছিল স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।