ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনডোরেই গা গরম, মাঠে নামতেই পারেনি বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
ইনডোরেই গা গরম, মাঠে নামতেই পারেনি বাংলাদেশ ছবি: সোহেল সরওয়ার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অঘোষিত ‘ফাইনালে’ নামার আগে বাংলাদেশ দলের অনুশীলনটা ভালো হলো না। বৃষ্টিই এর জন্য দায়ী।

বাংলাদেশকে মাঠে নামতেই দেয়নি এই বৃষ্টি। অগত্য জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরেই গা গরম করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

এর আগে অবশ্য ইংল্যান্ড দলও পুরোপুরি অনুশীলন শেষ করতে পারেনি মাঠে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকেই চট্টগ্রামের আকাশে মেঘের ঘনঘটা। গুড়ি গুড়ি বৃষ্টির আনাগোনা। এর মধ্যেই সকাল সাড়ে ১০টায় ইংল্যান্ড দল নেমে পড়ে মাঠে। তবে ব্যাট বলের চেয়ে ফুটবলেই ছিল তাদের নজর। বেশ কিছুক্ষণ ফুটবল খেলে পুরো দল। সময় গড়াতেই বৃষ্টির তোপ বাড়তে থাকে। ফলে বাধ্য হয়ে মাঠ থেকে উঠে যেতে ইংল্যান্ড দলকে। পরে ইনডোরেই ব্যাটিং-বোলিং প্র্যাকটিস করেন বেন স্টোকস, মঈন আলি আর আদিল রশিদরা।

এদিকে দুপুর দেড়টায় স্টেডিয়ামে এসে পৌঁছায় বাংলাদেশ দল। বৃষ্টির বাধায় পড়ে টাইগাররা। তাই দুপুর দুইটার দিকে মাঠমুখি না হয়ে ড্রেসিংরুম থেকে খেলোয়াড়রা সরাসরি চলে যান ইনডোরেই। সেখানেই চলে ব্যাট-বলের অনুশীলন।

প্রথমে তামিম ইকবাল, ইমরুল কায়েস আর সাব্বির রহমান ব্যাটিং অনুশীলন করেন এক নাগাড়ে। বোলিংয়ে হাত গরম করেন তাইজুল, মাহমুদুল্লাহরা। পরে যোগ দেন সাকিবসহ অন্যান্যারা। ইনডোরে অনুশীলন শেষে দু্’দলই ফিরে আসে হোটেল র‌্যাডিসনে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সমতা থাকায় জহুর আহম্মেদ স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিতব্য তৃতীয় ওয়ানডেটা রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। এমন বড় ম্যাচের আগে বৃষ্টির কারণে অনুশীলনটা ভালোভাবে না হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ হওয়ার কথা দু’দলের।
 
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।