ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উত্তাপের ম্যাচটা ‘ঠাণ্ডা’ করে দিতে পারে বৃষ্টি!

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
উত্তাপের ম্যাচটা ‘ঠাণ্ডা’ করে দিতে পারে বৃষ্টি! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলের জয় সমান হওয়ায় তৃতীয় ম্যাচেই নির্ধারণ হবে কাপটা কি মাশরাফির হাতে উঠবে, না বাটলারের! তাই স্বাভাবিকভাবেই সব কথা শুধু এই ম্যাচকে ঘিরেই হওয়া উচিত ছিল। কিন্তু প্রায় দু’দিন কেটে যাওয়ার পরেও তৃতীয় ম্যাচের আগে ঘুরে ফিরে আসছে দ্বিতীয় ম্যাচের সেই ‘বিতর্ক’।



ওইদিন ম্যাচ শেষে বিপক্ষ দলের বেন স্টোকসের সঙ্গে তামিম ইকবালের ঝামেলা। এর আগে আউট হওয়ার পর বাটলারের বাংলাদেশ দলের উদযাপন ‘সহ্য’ করতে না পারা। এই খণ্ড খন্ড বিতর্কগুলোই সামনে আসছে বারবার। তাই স্বাভাবিকভাবে এই বিতর্ক তৃতীয় ম্যাচে জিতে সিরিজ জেতার পাশাপাশি ‘দেখিয়ে’ দেওয়ার চেষ্টায়ও থাকবে দুই দল।

তবে এত বিতর্ক মনে হয় পছন্দ হচ্ছে না বৃষ্টির। উত্তাপের এই ম্যাচটা তাই একেবারেই ঠাণ্ডা করে দিতে পারে বৃষ্টি।
সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা। গুড়ি গুড়ি বৃষ্টির আনাগোনা। সময়ের বয়স বাড়তেই বৃষ্টির ফোটা বড় হয়ে ঝরা। মঙ্গলবার দিনভর সবই দেখলো চট্টগ্রাম। যার রেশ ধরে জহুর আহম্মেদ স্টেডিয়ামের উইকেট দিনভর ঢাকা ছিল। এর আগের দু’দিনও থেমে থেমে বৃষ্টি পড়েছে চট্টগ্রামে।  রাতের মধ্যেই মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে না পড়লে বুধবার বৃষ্টির সম্ভাবনা প্রবল।

এমন আশঙ্কার কথাই জানালেন পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান। শঙ্কাটা বাড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘এখনও আকাশে প্রচুর মেঘ। রাতের মধ্যে প্রচুর বৃষ্টিপাত হলে হয়তো পরেরদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আমাদের মধ্যে এখন পর্যন্ত যা খবর বুধবারও বেশ ভালোই বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রামে। ৭২ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ’

বৃষ্টির চিন্তা মাথায় আছে বাংলাদেশ অধিনায়কের। তবে এখনি তিনি সেসব নিয়ে ভাবছেন না। ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে বলে গেলেন, ‘বৃষ্টি হলে টস ফ্যাক্টর হতে পারে। খেলার সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকতে হলে নানা হিসেব এসে যায়। ’

তবে, একাদশ তৈরিতে তেমন সমস্যা হবে না জানিয়ে বাংলাদেশ ক্যাপ্টেন বলেন, ‘এখনও উইকেট দেখতে পারিনি। ম্যাচের আগে উইকেট দেখে সিদ্ধান্ত নেব। ’

বৃষ্টির সম্ভাবনাটা পরের বিষয়, প্রস্তুতি তো নিয়ে রাখতেই হবে। কিন্তু বৃষ্টির কারণে সেটিও ভালোভাবে হলো না দুই দলের। বাংলাদেশ দল তো মাঠেই নামতে পারেনি। কিন্তু ইনডোরে যতক্ষণ ছিলেন ততক্ষণ বেশ ঝমিয়েই অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

বেশি সিরিয়াস দেখা গেছে, তামিম, সাব্বির আর ইমরুল কায়েসকে। প্রথম দুই ম্যাচে তামিমময় কিছুই হলো না। এর উপর দ্বিতীয় ম্যাচে বেন স্টোকসে’র সঙ্গে সেই ‘বিতর্ক’। এরপর টুইটারে বেন স্টোকসে’র আরেকদফা হুমকি দিয়ে রাখা। তাই বোঝা গেছে তেতে আছেন তামিম। ঘরের মাঠেই যে রানে ফিরে ইংল্যান্ডকে জবাব দিতে চান তিনি তা মিনিট ১৫’র ইনডোর প্র্যাকটিসে বেশ আচ করা গেল।

সবার আগেই ইনডোরে প্রবেশ। এরপর প্রধান কোচ হাথুরুসিংহে টানা বল করে গেলেন তামিমকে। অনুশীলনে রক্ষণাত্মক খেলার চেয়ে বল উড়িয়ে মারতেই দেখা গেল বেশি। প্রায় সব শটের অনুশীলন চললো।

প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে ভালো করতে না পারা। তাই তৃতীয় ম্যাচে আবার রানে ফিরতে চান ইমরুল কায়েস। ব্যাটিং কোচ সামারাবিরাকে পড়ে থাকতে দেখা গেল ইমরুলকে নিয়ে। একের পর এক বল করে যাচ্ছেন। আবার মাঝে মাঝে গিয়ে বুঝিয়ে দিয়ে আসছিলেন ‘এ বলটা এভাবে খেলো’!

আবহাওয়ার কারণে হয়তো একাদশে ঢুকে যেতে পারেন তাইজুল ইসলামও। ম্যাচের আগের দিন ইনডোরে খুব সিরিয়াস দেখা গেল তাকে।

এর আগে সকাল সাড়ে দশটা থেকে ইংল্যান্ড দল অনুশীলন করে মাঠে। তবে ব্যাট বলের চেয়ে ফুটবলেই ছিল তাদের বেশি মনোযোগ। বেশ কিছুক্ষণ ফুটবল খেলে পুরো দল। সময় গড়াতেই বৃষ্টির তোপ বাড়তে থাকলে একপ্রকার বাধ্য হয়েই মাঠ থেকে উঠে যেতে ইংল্যান্ড দলকে। পরে ইনডোরে অনুশীলন করেন তারা। অন্যদিকে বৃষ্টির কারণে বাংলাদেশ দল মাঠেই নামতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।