ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

রোমাঞ্চ নিয়ে শহিদের অপেক্ষা

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
রোমাঞ্চ নিয়ে শহিদের অপেক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত মোহাম্মদ শহিদের জন্য অপেক্ষাটা বেশ লম্বা। গত বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে খেলেছিলেন সবশেষ টেস্ট।

এরপর বাংলাদেশ দলে সুযোগ পাননি টেস্ট খেলার। টেস্ট ক্রিকেটারের ট্যাগ লেগে যাওয়া মোহাম্মদ শহিদের এ নিয়ে আফসোস নেই। সামনে প্রতিপক্ষ ইংল্যান্ড বলে রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন এ ডানহাতি পেসার।

শহিদের মতে বর্তমানে টেস্টে সবচেয়ে শক্তিশালী দল ইংল্যান্ড। এমন প্রতিপক্ষের বিপক্ষে ভালো করতে পারলে সেটা হবে অনেক বড় অর্জন। মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে বাংলানিউজকে শহিদ বলেন, ‘ইংল্যান্ড দলে খুব উঁচুমানের ব্যাটসম্যান আছে। এখন টেস্টে ওরা খুব ধারাবাহিক, দারুণ ফর্মে আছে। এমন একটা দলের বিপক্ষে যদি ভালো করতে পারি, সেটা হবে অনেক বড় পাওয়া। অনেকদিন ধরেই রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি। ’

ওয়ানডে সিরিজের ম্যাচ দেখে ইংলিশ ব্যাটসম্যানদের সম্পর্কে ধারণা নিচ্ছেন শহিদ। যেটি কাজে লাগাতে চান ম্যাচে, ‘ম্যাচগুলো (ওয়ানডে) দেখেছি। তবে টেস্টে ওপেনার যারা আছে তারা খেলেননি। টেস্ট আর ওয়ানডে ভিন্ন ধরনের খেলা। ওয়ানডেতে যেমন ব্যাটসম্যানদের রান করতেই হবে, টেস্ট তিন-চার ওভার ডট দিলেও কোনো সমস্যা নেই। ওরা যে এরিয়ার বল ভালো খেলে এসব জায়গায় কম বল করলে সফল হওয়া সম্ভব। বল হাতে পেলে দায়িত্বটা আমার থাকবে। এভাবে যখন যার হাতে বল থাকবে দায়িত্বটা তারই থাকবে। এভাবে ভাবলে ভালো করা সম্ভব। ’

গত বছরের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে শহিদের টেস্ট অভিষেক। ওই বছরে বাংলাদেশ দল খেলেছে আরও ‍চারটি টেস্ট। প্রতিটি ম্যাচেই একাদশে ছিলেন শহিদ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার আশায় থাকলেও সাইড স্ট্রেনের ইনজুরিটা একটু ভাবাচ্ছে তাকে।  

গত ০৩ অক্টোবর জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নেমে বোলিং করার সময় সাইড স্ট্রেনে টান লাগে শহিদের। মিরপুরে চলছে তার পুণর্বাসনের কাজ। ইনজুরিতে পড়ার ১৪ দিনের মধ্যে পুরোপুরি ফিট হয়ে ওঠার কথা শহিদের। বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু হবে ২০ অক্টোবর।

বোলিংয়ে শহিদের শক্তির জায়গা লাইন-লেন্থ। এ জন্যই পাঁচ টেস্টে তার ইকোনমি মাত্র ২.৭৪। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেলে সেরাটাই দিতে চান এ পেসার, ‘আমি খেলার মধ্যেই ছিলাম। জাতীয় লিগে খেলেছি। এর আগে বাংলাদেশ দলের ক্যাম্পে থেকে অনুশীলন করে গেছি। প্রস্তুতি ভালোই। ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারলে অনেক কিছু শেখারও থাকবে। ’ 

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।