ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অভিজ্ঞতায় যোজন যোজন এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
অভিজ্ঞতায় যোজন যোজন এগিয়ে বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: ২০১০ সালের কথাই ধরা যাক না। ন্যাটওয়েস্ট সিরিজে বাংলাদেশ যখন ইংলিশদের মোকাবেলা করে তথন দলের বেশিরভাগ ক্রিকেটারই ছিলেন অনভিজ্ঞ।

অপরদিকে, ইংলিশ দলে এন্ড্রু স্ট্রাউস, ইয়ান বেল, পল কলিংউড, ইয়ন মরগান, জেমস অ্যান্ডারসনের মতো অভিজ্ঞরা।

তবে এই ৬ বছরে বদলে গেছে অনেক কিছুই। তখনকার সাকিব-তামিম-মাশরাফি-মুশফিক-মাহমুদউল্লাহ-শফিউলরা সময়ের সঙ্গে হয়ে উঠেছেন অভিজ্ঞ। ইংল্যান্ড দলে থাকা অভিজ্ঞদের অনেকেই ছেড়েছেন ক্রিকেট। কেউ আবার চলে গেছেন দলের বাইরে। আর তাইতো বাংলাদেশ সফরে আসা ইংলিশদের বর্তমান ওয়ানডে দলের সঙ্গে অভিজ্ঞতার তুলনা করলে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে থাকা দুই দলের একাদশের খেলোয়াড়দের তুলনা করা যাক না। দেখা যাবে, ইংলিশরা অভিজ্ঞতায় কতটা পিছিয়ে টাইগারদের চেয়ে।

দেড়শ’র বেশি ওয়ানডে খেলেছেন বাংলাদেশ দলে এমন ক্রিকেটার চারজন-মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। একশ’র বেশি ম্যাচ খেলা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। অপরদিকে একশ ওয়ানডে খেলা কোনো ক্রিকেটারই নেই ইংল্যান্ড দলে! 

সর্বোচ্চ ৮১ ম্যাচ খেলেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ক্রিস ওকস মাঠে নামেন ৫৫ ম্যাচে। বাকি কেউ পঞ্চাশ পেরোতে পারেননি। দশ ম্যাচের কম খেলা ক্রিকেটার ইংল্যান্ড দলে রয়েছে চারজন। বাংলাদেশ দলে কেবল মোসাদ্দেক হোসেন সৈকত (৫)।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।