ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই সিরিজে লেগস্পিনেই পড়েছে ১৯ উইকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
দুই সিরিজে লেগস্পিনেই পড়েছে ১৯ উইকেট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লেগস্পিনারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতা দিন দিন স্পষ্ট হচ্ছে। লেগস্পিনে বাংলাদেশের দুর্বলতা ফুটে উঠেছিল গেল আফগানিস্তান সিরিজেই।

রশিদ খানের গুগলি তো বুঝতেই পারছিলেন না মুশফিক-মাহমুদউল্লাহরা!

ওই সিরিজের তিন ম্যাচে বাংলাদেশের ২৮ উইকেটের মধ্যে ৯টিই নিয়েছিলেন লেগস্পিনাররা এবং সেটা তুলনামূলক কম রান খরচায়। তিন ম্যাচে রশিদ খান সাতটি ও রহমত শাহ নেন দুটি উইকেট।

ইংল্যান্ড দলে এক লেগস্পিনারের বলে একটু নির্ভারই ছিল বাংলাদেশ। আদিল রশিদ একা আর কি করবেন? কিন্ত তিনি একাই যে দুই জনের কাজ করে দিলেন। তিন ম্যাচে আদিল রশিদ তুলেছেন ১০ উইকেট।

আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে ১০ ওভারে ৪৩ রানে চার উইকেট নিয়ে রশিদই চাপ তৈরি করেন বাংলাদেশ শিবিরে। বাংলাদেশ সফরে এসে প্রথম ওয়ানডেতেই চার উইকেট নেন এ লেগস্পিনার। পরের ম্যাচে পান দুটি উইকেট।

এবার লেগস্পিনের বিপরীতে নেটে অনুশীলন কী বাড়াবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা?

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১২ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।