ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম ম্যাচের আক্ষেপ মাশরাফির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
প্রথম ম্যাচের আক্ষেপ মাশরাফির ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: এ ম্যাচে এর চেয়ে বেশি বেশি দেওয়া যায় না মন্তব্য করে বাংলাদেশ অধিনায়কেরর অাক্ষেপ ঝরেছে সিরিজের প্রথম ম্যাচটা হাতছাড়া হওয়াকে ঘিরেই।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলেনে তিনি বলেন, এ ম্যাচে আমরা সর্বোচ্চটাই দিয়েছি।

প্রথম ম্যাচটা একটু হিসেব করে খেলতে পারলে সিরিজটা হাতছাড়া হতো না।

তবে স্কোরটা ৩০০ না হওয়া নিয়ে আক্ষেপ আছে বাংলাদেশ অধিনায়কের।

তিনি বলেন আমাদের খুব ভালো সুযোগ ছিলো ৩০০ করার। কিন্তু সেটি হলো না। সেটি হলো হয়তো আমরা জেতার মতো একটা সুযোগ করতে পারতাম।

ওয়ানডে সিরিজ ভুলে মাশরাফি তার সতীর্থদের এবার টেস্টে মনোযোগ দিতে অনুরোধ করেন। তিনি বলেন আমি টেস্টে খেলবো না তা ঠিক। তবে আমার সতীর্থরা যেনো ওয়ানডে সিরিজের হওয়া ভুলগুলো শুধরে টেস্টে মনোযোগ দেয়।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।