ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের পরবর্তী ওয়ানডে ২৬ ডিসেম্বর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
টাইগারদের পরবর্তী ওয়ানডে ২৬ ডিসেম্বর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষ। এখন বাকি দুটি টেস্ট ম্যাচ।

এরপর টাইগার ক্রিকেটারদের নামতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমজমাট আসরে। টাইগারপ্রেমীদের মনে প্রশ্ন-আবার কবে জাতীয় দলের জার্সি গায়ে প্রিয় ক্রিকেটারদের ওয়ানডে ম্যাচে মাঠ মাতাতে দেখা যাবে?

বাংলাদেশ ক্রিকেট দলকে আবারও লাল-সবুজ জার্সিতে দেখা যাবে আগামী ২৬ ডিসেম্বর। টাইগারদের পরবর্তী ওয়ানডে ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। বক্সিং ডে ম্যাচে কিউইদের বিপক্ষে ম্যাচটি হবে ক্রাইস্টচার্চে।  

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে।  

বাংলাদেশ সর্বশেষ বিদেশের মাটিতে ওয়ানডে ম্যাচ খেলেছিল বিশ্বকাপের আসরে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্ব আসরে টাইগারদের সবশেষ ম্যাচ ছিল ভারতের বিপক্ষে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। গত বছরের ১৯ মার্চ দেশের বাইরের মাটিতে (অ্যাডিলেড) খেলেছিল টাইগাররা। এরপর দেশের মাটিতে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল। সবশেষ খেললো ইংলিশদের বিপক্ষে। তবে, এর মাঝেই টি-টোয়েন্টির বিশ্ব আসরে ভারতের মাটিতে খেলেছিল লাল-সবুজরা।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে কন্ডিশনিং ক্যাম্প করবে। আগামী ৯ ডিসেম্বর টাইগারদের অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। সেখান থেকেই টাইগাররা উড়াল দেবে নিউজিল্যান্ডে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।