ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম ওডিআইতে বাদ রায়না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
প্রথম ওডিআইতে বাদ রায়না রায়না-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভাইরাসজনিত জ্বরের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দল থেকে বাদ পড়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। আগামী ১৬ অক্টোবর ধর্মশালায় পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হতে যাচ্ছে দু’দল।

বাঁহাতি ব্যাটসম্যান রায়নাকে মূলত দলের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে রাখা হয়। ফর্মহীনতায় ভোগা মিডলঅর্ডার এ তারকা সর্বশেষ জাতীয় দলের হয়ে ২০১৫ সালের অক্টোবরে খেলেছিলেন।

তবে এবারের স্কোয়াডে তিনি শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলের ইনজুরিতে সুযোগ পান।

রায়নার পরিবর্তে বিসিসিআই এখনও কোনো ব্যাটসম্যানের নাম ঘোষণা করেনি। অভিজ্ঞ এ ব্যাটসম্যান অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।