ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আইসিসির গুরুত্বপূর্ণ পদে বসছেন অনুরাগ ঠাকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
আইসিসির গুরুত্বপূর্ণ পদে বসছেন অনুরাগ ঠাকুর ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরকে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করতে যাচ্ছে আইসিসি। কেপটাউনে অনুষ্ঠিত প্রধান নির্বাহীদের সভা শেষে এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

একটি সূত্রের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ এমন খবরই প্রকাশ করেছে। এ পদে বসলে আইসিসির তিনটি শক্তিশালী কমিটিতে ভারতকে প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন অনুরাগ-গভর্নেন্স রিভিউ, ফাইন্যান্স, কমার্শিয়াল ও অডিট কমিটি।

সূত্রমতে, পরিচালনা পর্ষদের পরামর্শক্রমে অনুরাগকে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে বাছাই করেছে আইসিসি। এর আগে এই কমিটির প্রধান ছিলেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।

জানা যায়, বিসিসিআই প্রেসিডেন্ট থেকেই এই পোস্টটি গ্রহণ করতে বাধা নেই অনুরাগের। আইসিসির সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমটি জানায়, নিয়ম অনুযায়ী কেবলমাত্র ‍আইসিসির পরিচালনা পর্ষদের একজন সদস্যই প্রধান হিসেবে ডেভেলপমেন্ট কমিটি পরিচালনা করতে পারবেন। বিসিসিসিআই প্রধান হওয়ায় ঠাকুর পরিচালনা পর্ষদের মধ্যেই আছেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।