ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোদের আলো দেখলো এম এ আজিজ স্টেডিয়াম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
রোদের আলো দেখলো এম এ আজিজ স্টেডিয়াম ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এম এ আজিজ স্টেডিয়াম থেকে: রোদ উঠেছে। শুকিয়ে গেছে মাঠও।

ফলে প্রথম দিনের খেলা বাতিল হলেও দ্বিতীয় অথাৎ শেষ দিনে ঠিক সময়েই শুরু হয়েছে বিসিবি একাদশ ও ইংল্যান্ড দলের প্রথম প্রস্তুতি ম্যাচ।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি জো রুট।

এই প্রস্তুতি ম্যাচে সাব্বির রহমানের নেতৃত্বে বিসিবি একাদশের পক্ষে খেলছেন সৌম্য সরকার, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল হাসান রাব্বি, আবু জাহেদ রাহি ও এবাদত হোসেন।

অন্যদিকে ইংল্যান্ডের হয়ে খেলছেনে জো রুট, মঈন আলী, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালেন্স, জ্যাক বল, গ্যারেথ বেটি, স্টুয়ার্ট ব্রড, বেন ডাককেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ ও আদিল রশিদ।

শুক্রবার সকাল ১০টা থেকে এই প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মাঠ ভেজা থাকায় প্রথম দিনের খেলা পরিত্ত্যক্ত ঘোষণা করা হয়। ২০ অক্টোবর থেকে টেস্ট সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড দল।

আগামী ২০ অক্টোবর (বৃহস্পতিবার) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। তার আগে আরেকটি দু’দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুরে দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর শুরু) শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে উড়াল দেবে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, অক্টেবর ১৪, ২০১৬
টিএইচ/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।