ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে সাব্বিরের বোলিং চমক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
প্রস্তুতি ম্যাচে সাব্বিরের বোলিং চমক ছবি:উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এম এ আজিজ স্টেডিয়াম থেকে: সাব্বির রহমানের পাশে দুর্দান্ত বোলার নামটা বেমানানই মনে হয়! তবে হার্ডহিটার এ ব্যাটসম্যান প্রস্তুতি ম্যাচে করে দেখালেন ভিন্ন কিছু। বিসিবি একাদশের অন্য বোলাররা যেখানে উইকেটশূন্য থাকলেন, সেখানে ইংল্যান্ড ইনিংসের তিন উইকেট একাই তুলে নিলেন পার্টটাইম এ লেগ স্পিনার।

প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের দুই দিনের ম্যাচটির দ্বিতীয় দিনে আলোর মুখ দেখে এম এ আজিজ স্টেডিয়াম। তবে খেলাটি একদিন হওয়ায় দুই দলের জন্য ৪৫ ওভার করে বেঁধে দেওয়া হয়েছে।

টসে জেতা ইংলিশরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। আর নির্ধারিত ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে ইংলিশরা।

ব্যাটিংয়ে শুরুটা ভালোই করে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার হাসিব হামিদ ও বেন ডাকেট ৭৫ রান তোলেন। তবে ব্যক্তিগত ৫৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিওনে ফেরেন ডাকেট। অপরদিকে হামিদের উইকেটটি তুলে নেন বিসিবি অধিনায়ক সাব্বির রহমান। উইকেটরক্ষক নুরুল হাসানের ক্যাচে পরিণত করে তরুণ হামিদকে ব্যক্তিগত ১৬ রান প্যাভিলিওনে ফেরান সাব্বির।

বোলিংটা এদিন দারুণই করেন সাব্বির। নইলে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা বিশ্বসেরা ব্যাটসম্যান জো রুটও তার বলে খেই হারিয়ে ফেলেন! মাত্র ২ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে রুটকে ফেরান সাব্বির। রুটের পর ইংলিশ আরেক ব্যাটসম্যান মঈন আলী যখন নিজেকে টেস্ট মেজাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, ঠিক তখনই আবার আঘাত হানেন সাব্বির। ৬৩ বলে ২৪ রান করা মঈনকে কামরুল ইসলাম রাব্বির ক্যাচ বানিয়ে আউট করেন।

গ্যারি ব্যালেন্স ৭২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। অপরপ্রান্তে ২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন জনি বেয়ারস্টো।

প্রস্তুতি ম্যাচ তাই এদিন আট বোলারকে দিয়ে বল করানো হয় বিসিবি একাদশে। তবে অন্য সবাই ৫-৬ ওভার করলেও ৯ ওভার করেন সাব্বির। যেখানে ২ মেডেন সহ ২৭ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন তিনি।

এ ম্যাচে প্রতি দলে ১২জন করে ক্রিকেটার খেলছেন (ব্যাটিংয়ে ১১, বোলিংয়ে ১১)।

সাব্বির রহমানের নেতৃত্বে বিসিবি একাদশের পক্ষে খেলছেন সৌম্য সরকার, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল হাসান রাব্বি, আবু জাহেদ রাহি, এবাদত হোসেন ও সাদমান ইসলাম।

অন্যদিকে ইংল্যান্ডের হয়ে খেলছেনে জো রুট, মঈন আলী, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালেন্স, জ্যাক বল, গ্যারেথ বেটি, স্টুয়ার্ট ব্রড, বেন ডাককেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ ও আদিল রশিদ।

শুক্রবার সকাল ১০টা থেকে এই প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মাঠ ভেজা থাকায় প্রথম দিনের খেলা সম্পন্ন হয়নি। ২০ অক্টোবর থেকে টেস্ট সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড দল।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৬
এমএমএস/টিএইচ/টিসি

**লাঞ্চ বিরতি পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৮৭/২
**রোদের আলো দেখলো এম এ আজিজ স্টেডিয়াম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।