ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আরও আক্রমণাত্মক হতে চান রাহানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
আরও আক্রমণাত্মক হতে চান রাহানে ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের টপঅর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন চলতি বছরের জানুয়ারিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবার সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষেও একাদশে জায়গা পেতে ইচ্ছুক টিম ইন্ডিয়ার হয়ে ২৯ টেস্ট, ৬৭ ওয়ানডে আর ২০টি টি-টোয়েন্টি খেলা রাহানে।

সদ্য শেষ হওয়া কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে আক্রমণাত্মক ব্যাট করা রাহানে করেছিলেন ১৮, ৪০, ৭৭, ১, ১৮৮ আর অপরাজিত ২৩ রান। আসন্ন ওয়ানডে সিরিজে জায়গা পেলে আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন রাহানে।

টিম ইন্ডিয়ার অনুশীলন শেষে রাহানে জানান, ‘আমার মনে হয় ধারাবাহিকতা ধরে রাখা সাফল্যের চাবিকাঠি। আমরা টেস্ট সিরিজে আক্রমণাত্মক খেলেছিলাম। এবার একদিনের সিরিজেও আমরা আক্রমণাত্মক খেলব। নিজেদের ক্ষমতা অনুযায়ী ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করব। নিজের ইনফর্ম ধরে রেখেই ওয়ানডেতে খেলতে চাই। ’

২৮ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান রাহানে আরও যোগ করেন, ‘আমি টেস্টের পরে একদিনের সিরিজ খেলতে মুখিয়ে আছি। কিন্তু এখানেও নতুন করে শুরু করতে হবে। অনেক তরুণ ক্রিকেটার দলে ঢুকবে। তাদের টপকেই আমাকে জায়গা পেতে হবে। তবে আমার মনে হয়, একজন পেশাদার ক্রিকেটারকে স্বল্প সময়ের মধ্যে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিতে হয়। তাই ফরম্যাট বদলে যাওয়া নিয়ে বেশি ভাবি না। আমি একদিনের সিরিজের জন্য মানসিকভাবে তৈরি। ’

আগামীকাল (রোববার, ১৬ অক্টোবর) হিমাচল প্রদেশের ধর্মশালায় সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ভারত। এর আগে কিউইদের তিন ম্যাচ টেস্ট সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। টেস্টের এক নম্বর স্থানটিও দখলে নিয়েছে স্বাগতিক ভারত।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।