ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাক পেলেন যারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাক পেলেন যারা

ঢাকা: আগামী ডিসেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। এ লক্ষ্যে বিকেএসপিতে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প।

১৯ অক্টোবর শুরু হয়ে ক্যাম্প চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

প্রস্তুতির জন্য ক্যাম্পে ডাকা হয়েছে ২৩ ক্রিকেটারকে। এ বছর ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের মধ্যে সাইফ হাসান ও পিনাক ঘোষ রয়েছেন স্কোয়াডে।
 
দলের হেড কোচ আব্দুল করিম জুয়েলের কাছে আগামী ১৮ অক্টোবর বিকেল তিনটায় রিপোর্ট করতে বলা হয়েছে ক্রিকেটারদের।  
 
ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন: 
ব্যাটসম্যান (ওপেনিং)-মোহাম্মদ সাইফ হাসান, পিনাক ঘোষ, সজিবুল ইসলাম, জালাল উদ্দিন রুমি

ব্যাটসম্যান (মিডলঅর্ডার)-আতিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল আলম, রায়ান রাফসান রহমান, হাবিবুর রহমান মারুফ, মো: রাকিব।

উইকেটরক্ষক-মাহিদুল ইসলাম অঙ্কন, মো: আকবর আলী।
 
স্পিন বোলার-নাঈম হাসান, সাখাওয়াত হোসেন সিমন, সিদ্দিকুর রহমান শাওন, শাহাদাত হোসেন হৃদয়।
 
পেস বোলার-কাজী অনিক ইসলাম, ইয়াসিন আরফাত মিশু, মো: রনি, গোলাম রাব্বি ফাহিম, মনিরুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ আব্দুল হালিম, হাসান মাহমুদ।
 
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।