ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্রাভো-স্যামুয়েলস লড়াইয়ের পরও এগিয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
ব্রাভো-স্যামুয়েলস লড়াইয়ের পরও এগিয়ে পাকিস্তান ছবি:সংগৃহীত

ঢাকা: ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলসের কঠিন চেষ্টার পরও দুবাইয়ে দিবা-রাত্রির টেস্টে পাকিস্তান ২৬৪ রানে এগিয়ে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ছয় উইকেট হারিয়ে ৩১৫ রানে দিন শেষে করেছে।

ভালো খেলেও সেঞ্চুরি পূরণ করতে পারেননি ব্রাভো।

৬৯ রানে এক উইকেট হারানো ক্যারিবীয়রা তৃতীয় দিনের শুরুতেই কার্লোস ব্র্যাথওয়েটের উইকেট হারায়। ইয়াসির শাহ’র বলে বোল্ড হন তিনি। তবে তৃতীয় উইকেট জুটিতে স্যামুয়েলসকে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন ব্রাভো।

স্যামুয়েলস ৭৬ রানে সোহেল খানের বলে এলবিডব্লিউ হন। এর পরে আর বেশিক্ষণ টিকতে পারেননি ব্রাভো ৮৭ রানে মোহাম্মদ নওয়াজের বলে আউট হন তিনি।

পাকিস্তান বোলারদের মধ্যে দুটি করে উইকেট তুলে নেন ইয়াসির ও ওহাব রিয়াজ। একটি করে লাভ করেন সোহেল খান ও নওয়াজ।

এর আগে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে ৫৭৯ রান করে।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।