ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে হঠাৎ মুমিনুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
প্রস্তুতি ম্যাচে হঠাৎ মুমিনুল মুমিনুল হক-ছবি:উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের স্কোয়াডেই ছিল না মুমিনুল হকের নাম। কিন্তু লাঞ্চ বিরতি শেষে মাঠে অপরাজিত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর সঙ্গী হলেন তিনিই।

সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থেকে লাঞ্চে যাওয়া আব্দুল মজিদ আর নামলেনই না।

মূল ম্যাচে নামার আগে হয়তো নিজেকে ঝালিয়ে নিতে চেয়েছিলেন মুমিনুল হক। কিন্তু মাত্র ১৪ বল স্থায়ী হয় তার ইনিংস। মাত্র ১ রান করে মঈন আলীর বলে বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে।

এর আগে দুর্দান্ত ব্যাটিং করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটের পরিচিত মুখ আব্দুল মজিদ। উইকেটের চারপাশে খেলেছেন ভয়ডরহীন সব শট। শেষ পর্যন্ত তাকে আউটই করতে পারেনি ইংলিশ বোলাররা। মাত্র ৮৬ বলে ৯২ রানের ধ্রুপদি ইনিংস খেলে স্বেচ্ছায় অবসরে যান এই ক্রিকেটার। ১৪টি চার ও ১টি ছক্কায় তিনি সাজান তার ইনিংস।

২০ অক্টোবর থেকে শুরু হওয়া বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজে হয়তো খেলা হবে না আব্দুল মজিদের। তবে তিনি তার এ ইনিংসের মাধ্যমে হয়তো টেস্ট দলের সদস্যদের ইংল্যান্ড দলের বোলিং সম্পর্কে একটা বার্তা দিয়ে দিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি
** মাজিদের ব্যাটে দারুণ শুরু বিসিবি’র

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।