ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মজিদের শতক, বিসিবি একাদশের সংগ্রহ ২৯৪ রান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
মজিদের শতক, বিসিবি একাদশের সংগ্রহ ২৯৪ রান ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সফরকারী ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ (বিসিবি একাদশ)। বিসিবি একাদশ ৭৪.৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে তোলে ২৯৪ রান।

দলের হয়ে দুর্দান্ত শতক হাঁকান আবদুল মজিদ। নিজেদের ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ইংল্যান্ড তুলেছে ২ রান।

লাঞ্চের আগে বিসিবি একাদশের ওপেনার আবদুল মজিদ স্বেচ্ছায় অবসরে যাওয়ার আগে করেন ৯২ রান। তার ৮৬ বলের ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারি। আরেক ওপেনার সৌম্য সরকার করেন মাত্র ৪ রান। পরে আরেকবার ব্যাটিংয়ে নেমে শতক তুলে নেন মজিদ। ৯৫ বলে ১০৬ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড হন তিনি।

তিন নম্বরে নামা অনূর্ধ্ব-১৯ দলের তারকা নাজমুল হোসেন শান্ত খেলেন ৭২ রানের ইনিংস। জাফর আনসারির বলে বেন ডাকেটের হাতে ধরা পড়ার আগে এই তারকা ১৩০ বলে ৯টি চারের সাহায্যে তার ইনিংসটি সাজান।

হঠাৎ করেই বিসিবি একাদশের স্কোয়াডে আসা মুমিনুল হক ব্যাটিংয়ে নেমে করেন ১ রান। মঈন আলির বলে বোল্ড হন বাংলাদেশের ব্রাডম্যান খ্যাত মুমিনুল।

মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে আসে ৪৭ রান। ৪৯ বল মোকাবেলা করা এই উঠতি তারকার ইনিংসে ছিল দুটি চার আর তিনটি ছক্কার মার। ব্যক্তিগত ২ রানে বিদায় নেন সাদমান ইসলাম এবং ৫ রান করা তানভীর হায়দার। নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৩৯ রান। গ্যারেথ বেটি নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান সোহানকে।

তাসকিন ফেরেন ৩ রান করে। নিজের করা বলে ক্যাচ নিয়ে তাসকিনকেও ফিরিয়ে দেন বেটি।

ইংলিশদের হয়ে আট বোলার হাত ঘুরিয়েছেন। তাতে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন জাফর আনসারি। দুটি উইকেট দখল করেন গ্যারেথ বেটি এবং স্টুয়ার্ট ব্রড। আর একটি করে উইকেট পান ক্রিস ওকস এবং মঈন আলি।

বিসিবি একাদশের ব্যাটিং দেখতে মাঠে উপস্থিত ছিলেন টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিম। তার সঙ্গে যোগ দিয়েছিলেন সাবেক ক্রিকেটার এবং নির্বাচক কমিটির আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাহমুদ সুজন এবং হাবিবুল বাশার সুমন।

ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসে ওপেনার হিসেবে নামেন হাসিব হামিদ এবং বেন ডাকেট। দিনের খেলা শেষ হওয়ার আগে ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ইংল্যান্ড তুলেছে ২ রান।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৬
এমআরপি
** আজও কথা বললো শান্ত’র ব্যাট
** রোদে নাকাল ইংলিশরা
** মজিদের শতকে বিসিবি একাদশের দুর্দান্ত ব্যাটিং
** প্রস্তুতি ম্যাচে হঠাৎ মুমিনুল
** মাজিদের ব্যাটে দারুণ শুরু বিসিবি’র

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।