ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অফ ফর্ম ইজ টেম্পোরারি-সৌম্য সম্পর্কে কোচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
অফ ফর্ম ইজ টেম্পোরারি-সৌম্য সম্পর্কে কোচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

এম এ আজিজ স্টেডিয়াম থেকে: ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা না হলেও একই দলের বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা হয়েছে সৌম্য সরকারের। রোববার বিকেলে ঘোষিত প্রথম টেস্টের দলে অনেকগুলো চমকের মধ্যে ছিল সৌম্য সরকারের অর্ন্তভূক্তি।

এ সম্পর্কে কোচ হাথুরুসিংহের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সর্বশেষ টেস্টে খেলেছে সৌম্য সরকার। তাই সে দলে আছে। প্রস্তুতি ম্যাচে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে। আর অফ ফর্ম ইজ টেম্পোরারি। আমার বিশ্বাস সুযোগ পেলে সে খুব ভালো খেলবে। ’

টেস্টের জন্য বাংলাদেশ বোলিং সংকটে ভুগছে। হয়তো ব্যাটিংয়ের পাশাপাশি সৌম্যর কাছ থেকে বোলিংয়েও ভালো কিছু আশা করে বাংলাদেশ দল। প্রথম প্রস্তুতি ম্যাচে সৌম্যকে ওপেনিংয়ে বোলিং করতেও দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোরর ১৬, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।