ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম দিনে জয় পেল যারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
প্রথম দিনে জয় পেল যারা ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয়েছে ৬টি ম্যাচ।

গ্রুপ পর্বের  খেলায় জয় পেয়েছে এটিএন নিউজ, চ্যানেল আই, বিটিভি, নিউ নেশন ও বাংলা ট্রিবিউন।
 
রোববার (১৬ অক্টোবর) প্রথম ম্যাচে এটিএন নিউজ তিন উইকেটে হারিয়েছে বিডিনিউজ২৪.কম কে। স্কোর: বিডিনিউজ-৪৮/৪ ও এটিএন নিউজ-৫১/৩।  
 
দ্বিতীয় ম্যাচে জিটিভি ৩ উইকেটে হারিয়েছে বণিক বার্তাকে। স্কোর: বণিক বার্তা-৯৯/২ ও জিটিভি-১০৪/৩।  
 
তৃতীয় ম্যাচে চ্যানেল আই ৯৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে সংবাদ প্রতিদিনকে। স্কোর : চ্যানেল আই ১২১/২ ও সংবাদ প্রতিদিন-২৩/৬।  
 
চতুর্থ ম্যাচে মানবকণ্ঠকে ৬ উইকেটে পরাজিত করেছে বিটিভি। স্কোর: মানবকন্ঠ-৫৪/৪ ও বিটিভি-৫৫/০।  
 
পঞ্চম ম্যাচে যমুনা টিভিকে ৫ উইকেটে হারিয়েছে নিউ নেশন। স্কোর: যমুনা টিভি-৬৮/৫ ও নিউ নেশন-৭২/১।
 
ষষ্ঠ ম্যাচে বাংলা ট্রিবিউন ৭২ রানে পরাজিত করে ডেইলি স্টারকে। স্কোর: বাংলা ট্রিবিউন-১২৬/৩ ও ডেইলি স্টার-৫৪/৬।

সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
 
এ আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম প্রথম পর্বে খেলবে চ্যানেল আই ও সংবাদ প্রতিদিনের বিপক্ষে।

সোমবার (১৭ অক্টোবর) টুর্নামেন্টের দ্বিতীয় দিনে দুপুর সাড়ে ১১টায় নিজেদের প্রথম ম্যাচে সংবাদ প্রতিদিনের মুখোমুখি হবে বাংলানিউজ।
 
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এসকে/এমআরএম

** মাঠে গড়ালো বিএসজেসি মিডিয়া ক্রিকেট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।