ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন ফরম্যাটেই স্থায়ী হতে চান সাব্বির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
তিন ফরম্যাটেই স্থায়ী হতে চান সাব্বির

এম এ আজিজ স্টেডিয়াম থেকে: ক্যারিয়ারের শুরু থেকেই তার পরিচিতি টি-টোয়েন্টি স্পেশালিস্ট। সেই সাব্বির রহমান প্রমাণ করেছেন ওয়ানডেতেও তিনি ফিট।

ওয়ানডেতে এখন গুরুত্বপূর্ণ পজিশন তিন নম্বরে নামতেও দেখা যাচ্ছে তাকে।

সাব্বির সুযোগ পেলেন ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটার দলে। টেস্টে সুযোগ পেয়ে সাব্বিরের মত-তিনি তিন ফরম্যাটেই দলে স্থায়ী হতে চান।

সোমবার দুপুর পৌনে একটায় জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার সময়ে টিম হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন সাব্বির রহমান।

সাব্বির বলেন, ‘টেস্ট খেলাটা আমার ছোটকাল থেকেই স্বপ্ন ছিল। সবাই ভাবতো আমি টি-টোয়েন্টি স্পেশালিস্ট। কিন্তু আমি ওয়ানডেতেও আমার যোগ্যতা প্রমাণ করেছি। এখন টেস্ট দলে সুযোগ পেলাম। আমার পরিবারও এতে খুবই এক্সাইটেড। ইচ্ছে থাকবে টেস্টে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করবো। আমি তিন ফরম্যাটেই ভালো খেলতে চাই। ’

ধুমধাড়াক্কা মেজাজে ব্যাটিং করে গেলেও টেস্টে মানিয়ে নেওয়া কঠিন হবে না মন্তব্য করে বাংলাদেশ দলের এই অলরাউন্ডার আরও বলেন, ‘মাইন্ড সেট-আপটাই জরুরি। আমি কিভাবে খেলবো তা মানসিকভাবে প্রস্তুত করে নিলে হবে। আমি নিজে অনুশীলন করে, দলীয়ভাবে প্রস্তুতি নিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
টিএইচ/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।