ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘মুশফিক ভাইয়ের জায়গায় রিপ্লেস করার কিছু নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
‘মুশফিক ভাইয়ের জায়গায় রিপ্লেস করার কিছু নেই’ ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: শেষের কয়েকটি টেস্টে উইকেটের পেছনে দাঁড়াতে দেখা যায়নি বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমকে। তার বদলে উইকেটরক্ষকের দায়িত্বে ছিলেন লিটন দাশ।

আসন্ন ইংল্যান্ডের সঙ্গে সিরিজে লিটন না থাকলেও নতুন করে অর্ন্তভুক্ত হয়েছেন নুরুল হাসান সোহান। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে মুশফিক কি এবারও উইকেটকিপিং করবেন না? তার জায়গায় কি এবার সোহান?
 
সোমবার (১৭ অক্টোবর) ইংল্যান্ডের সঙ্গে শেষ প্রস্তুতি ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে সেই প্রশ্নের মুখোমুখি হলেন অভিষেকের অপেক্ষায় থাকা সোহান।
 
সোহানের কাছে জানতে চাওয়া হয়, মুশফিকের জায়গায় টেস্টে রিপ্লেস হওয়ার সুযোগ এসেছে। সেই সুযোগটা কিভাবে কাজে লাগাবেন?
 
এমন প্রশ্নের জবাবে সোহানের কণ্ঠে সিনিয়রের প্রতি নুঁইয়ে পড়া শ্রদ্ধার বাণীই ঝরেছে।
 
সোহান বলেন, ‘মুশফিক ভাইয়ের জায়গায় রিপ্লেস হওয়ার কিছু নেই। ভাই দীর্ঘদিন ধরে দলে আছেন এবং খুব ভালো খেলছেন। উনি ভালো খেলেন সেটিই চাই। কারণ তিনি দেশের জন্য খেলছেন। ’
 
টেস্ট দলে সুযোগ পাওয়ার পর টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে সোহান বলেন, ‘না এখনও  তেমন কথা হয়নি। কারণ আমি রোববার থেকে প্রস্তুতি ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলাম। ’
 
টিম ম্যানেজমেন্ট যেই পজিশনে খেলাবেন এবং যেভাবে খেলাতে চান তার জন্য তিনি প্রস্তুত জানিয়ে বলেন, ‘সুযোগ পেলে যেকোনো জায়গায় খেলতে আমার সমস্যা নেই। আমি আমার ন্যাচারাল ক্রিকেটটাই খেলে যাবো। ’-যোগ করেন সোহান।
 
প্রস্তুতি ম্যাচের বিষয়ে তিনি বলেন, ‘শেষের দিকে উইকেট খুব টার্ন করেছে তাই স্পিনাররা সুবিধা পেয়েছেন তাতে। টিম ম্যানেজমেন্টকে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড দল পর্যবেক্ষণ করে যা বুঝেছি তা জানাবো। ’
 
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।