ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের খসড়া সূচি প্রকাশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
বিপিএলের খসড়া সূচি প্রকাশ

ঢাকা: খসড়া সূচি অনুযায়ী ০৪ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং নতুন দল রাজশাহী কিংস।

খসড়া সূচিটি প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে, এটা চূড়ান্ত হবে আরও কয়েকদিন পর। ফ্র্যাঞ্চাইজিগুলোর কোনো আপত্তি না থাকলে এই সূচির বড় ধরণের পরিবর্তনের সম্ভাবনাও কম।

সূচিতে কোনো পরিবর্তন না হলে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচটিতে লড়বে রংপুর রাইডার্স আর খুলনা টাইটান্স।

আগামী ৯ অথবা ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

সূচিতে দিনের প্রথম ম্যাচ রাখা হয়েছে দুপুর ২.৩০টায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। তবে জুমার নামাজের জন্য শুক্রবারের ম্যাচগুলো ৩০ মিনিট পিছিয়ে শুরু করার প্রস্তাব রাখা হয়েছে।

ঢাকা পর্বে প্রথম রাউন্ডের ১৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দলগুলো চট্টগ্রামে চলে যাবে। ঢাকা পর্বে প্রথম রাউন্ডের ম্যাচগুলো ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। ১৭ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রথম পর্বের বাকি ম্যাচগুলো হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রাম পর্ব শেষে মিরপুরে হবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।