ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হারিয়ে যেতে আসিনি: মিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
হারিয়ে যেতে আসিনি: মিরাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দলে থাকলেও টিম ম্যানেজম্যান্ট ব্যাট কিংবা বোলিং করতে নামায়নি তাকে। কারণ হিসেবে হয়তো ছিল নতুন এই অস্ত্রকে টেস্টের আগে ইংলিশদের সামনে ‘খোলা বই’ করে না দেওয়া।

তিনি মেহেদি হাসান মিরাজ-ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত প্রথম টেস্টের টাইগারদের নবীন সদস্য।

দল ঘোষণার পর মাঝখানে কেটে গেছে দুইদিন। কিন্তু কখনও মুখোমুখি হওয়া হয়নি সংবাদ মাধ্যমের সামনে।

চট্টগ্রামে আসার পর থেকেই জাতীয় দলের সঙ্গে থেকে নীবিড় অনুশীলন করে যাচ্ছিলেন মিরাজ। কখনও ব্যাটিং কোচ, কখনও বোলিং কোচ আবার কখনও ফিল্ডিং কোচকে নিয়ে পড়ে থাকতে দেখা গেছে তাকে। পাশাপাশি কোচিং স্টাফদের তাকে নিয়ে বেশি নজরদারী দেখা গেছে শুরু থেকেই। তাই কথা বলার ফুসরতও তেমন মেলেনি তার।

প্রথম টেস্টের দলে সুযোগ পাওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দলনেতা।

জাতীয় দলে ক্যারিয়ারের শুরু থেকেই আত্মবিশ্বাসী মিরাজ বলতে থাকেন, ‘এক বা দুই বছর ভালো ক্রিকেট খেললাম-তারপর হারিয়ে যাবো। তা আমি চাই না। আমি বাংলাদেশ দলকে ১০-১৫ বছর সাপোর্ট দিতে চাই। ততদিন ভালো ক্রিকেট খেলেই টিকে থাকতে চাই। ’

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। অসামান্য অধিনায়কত্বের আড়ালে প্রায়ই তার অনবদ্য ইনিংস আর দুর্দান্ত বোলিংগুলো তেমনভাবে চোখে পড়েনি কারও। অনেকে ইতোমধ্যেই তাকে ভবিষ্যতের অধিনায়কও ভাবা শুরু করছেন। তবে সেসবে না গিয়ে মেহেদি হাসান জাতীয় দলের ক্যারিয়ারে পুঁজি হিসেবে নিতে চান অনূর্ধ্ব-১৯ এ খেলার অভিজ্ঞতাটাকেই।

তিনি জানান, ‘আমি অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দীর্ঘদিন খেলেছি। এই অভিজ্ঞতা আমাকে জাতীয় দলের হয়ে ভালো খেলতে অনুপ্রেরণা জোগাবে। ’

টেস্ট দলে মিরাজের অন্তর্ভূক্তি মূলত তার অফ স্পিন শক্তির কল্যাণেই। বর্তমানে দেশের সেরা অফ স্পিনার ভাবা হচ্ছে তাকেই। তবে ব্যাটিংটাও যে দল তার কাছ থেকে চাইবে তা ভালোই জানা অলরাউন্ডার মিরাজের।

মিরাজ জানান, সুযোগ পেলে আমি ৭ কিংবা ৮ নম্বরে নেমে টেলএন্ডারদের নিয়েও ভালো ইনিংস খেলে দিতে পারবো। অনূর্ধ্ব-১৯ ও ঘরোয়া ক্রিকেটে ওই পর্যায়ে নেমে আমার বেশ কয়েকটি ভালো ইনিংস আছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।