ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পিএসএলের একই দলে সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
পিএসএলের একই দলে সাকিব-তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসরে একই দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। পিএসএলের দ্বিতীয় আসরে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন এই দুই টাইগার।

গত আসরে তামিম পেশোয়ারের হয়ে খেললেও সাকিব-মুশফিক খেলেছিলেন করাচি কিংসের হয়ে। এবার পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সাকিব-তামিমকে দলে টানে পেশোয়ার জালমি। তবে, মুশফিককে ছেড়ে দিয়েছে করাচি।

পেশোয়ার জালমির অধিনায়কত্ব করবেন ড্যারেন স্যামি। ক্যারিবীয় এই তারকার নেতৃত্বে থাকবেন পাকিস্তানের টি-টোয়েন্টির সাবেক দলপতি শহীদ আফ্রিদি এবং মোহাম্মদ হাফিজ।

এছাড়া, সাকিব-তামিমদের সঙ্গে রয়েছেন ইংলিশদেন সীমিত ওভারের দলপতি ইয়ন মরগান, তারকা ব্যাটসম্যান অ্যালেক্স হেলসরা।

পেশোয়ার জালমির নতুন দল:
শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান, তামিম ইকবাল, কামরান আকমল, জুনায়েদ খান, ইমরান খান, হাসান আলী, মোহাম্মদ আসগর, ইয়ন মরগান, অ্যালেক্স হেলস, হারিস সোহেল, মোহাম্মদ শাহজাদ, ইরফান খান, খুশদিল শাহ, ইফতেখার আহমেদ, সাকিব আল হাসান, শোয়েব মাকসুদ।

নতুন খেলোয়াড়: ইয়ন মরগান, অ্যালেক্স হেলস, হারিস সোহেল, মোহাম্মদ শাহজাদ, ইরফান খান, খুশদিল শাহ, ইফতেখার আহমেদ, সাকিব আল হাসান, শোয়েব মাকসুদ।

দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে যাদের: আমির ইয়ামিন, আব্দুর রেহমান, জিম অ্যালেনবি, জনি বেয়ারস্টো, ডেভিড মালন, মুসাদিক আহমেদ, শহিদ ইউসুফ, শন টেইট, ব্র্যাড হজ, ইসারুল্লাহ, তাজ ওয়ালী।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।