ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কুকের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
কুকের অনন্য কীর্তি ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ডটা এককভাবে নিজের করে নিলেন অ্যালিস্টার কুক। এমন অনন্য কীর্তির ম্যাচে ইংলিশ অধিনায়ককে হতাশই করেন সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ে নেমে স্বদেশী সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যালেক স্টুয়ার্টকে ছাড়িয়ে যান কুক। কিন্তু নিজের ১৩৪তম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হন। ব্যক্তিগত ৪ রানে সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

সাদা পোশাকে ৩১ বছর বয়সী কুকের রান এখন ১০৬০৩। ৫১টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে ২৯টি সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে ৯২ ম্যাচে করেছেন ৩২০৪ রান। ওয়ানডেতে ১৯ ফিফটির সঙ্গে শতক হাঁকিয়েছেন ৫ বার। সীমিত ওভারে ক্রিকেট টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৪ ম্যাচ। রান ৬১।

নাগপুরে ২০০৬ সালের মার্চে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে ২১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন কুক। অভিষেক ম্যাচেই নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছিলেন। ড্র হওয়া ম্যাচটিতে ওপেনিংয়ে নেমে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ১৬৪ রান (৬০ ও ১০৪ অপ.)।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।