ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘অভিষেকেই বোলিংয়ে নেতৃত্ব দেব ভাবিনি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
‘অভিষেকেই বোলিংয়ে নেতৃত্ব দেব ভাবিনি’ ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করে অভিষেক টেস্ট স্মরণীয় করে রাখলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম দিনেই তুলে নিয়েছেন পাঁচ উইকেট।

সাত উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ সাত উইকেটে ২৫৮।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি মিডিয়া ম্যানেজার নিয়ে আসলেন মিরাজকে। অভিষেকে দুর্দান্ত পারফরম্যান্স করে টগভগে ফুটছেন এখনও ১৯ বছর থেকে পাঁচদিন দূরে থাকা বাংলাদেশের সর্বশেষ যুবনেতা।

মিরাজের অভিমত, ‘অভিষেকেই বোলিংয়ে নেতৃত্ব দেব ভাবিনি। আমার কাছে টিম ম্যানেজমেন্টের আশা ছিল জায়গায় বল করে যাওয়ার। তারা আমাকে ৫ কিংবা ৬ উইকেট পেতে হবে সেরকম কোনো আশা করেনি। তারা শুধু বলেছেন যেন ভালো বল করি। ’

নিজের এমন বোলিং সাফল্য মিরাজেরই বিশ্বাস হচ্ছে না, ‘আমি নিজেও ভাবিনি ৫ উইকেট পাবো। আমার আশা ছিল জায়গায় বল করে যাবো, কিছু উইকেট পাবো। তারপর ব্যাটিংয়ে ৩০ রান করবো। কিন্তু আল্লাহর রহমতে অভিষেকটা আমার স্মরণীয় হয়ে গেল। আমি পাঁচ উইকেট পেলাম। ’

‘ইংল্যান্ড অনেক ভালো দল। তারা খুব সহজেই খারাপ বল বুঝে যায় এবং শট খেলে দেয়। তাই তাদের সবসময় ভালো জায়গায় বল করতে হয়। আমি সেটাই চেষ্টা করেছি। ’-যোগ করেন মিরাজ।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।