ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

দিনটি সারাজীবন মনে রাখবেন মিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
দিনটি সারাজীবন মনে রাখবেন মিরাজ ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: সংবাদ সম্মেলন মঞ্চে ঢুকেই মেহেদী হাসান মিরাজ বললেন খুব টায়ার্ড লাগছে। লাগারই কথা! ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই বোলিং করেছেন ৩৩ ওভার।

তবে সংবাদ সম্মেলন শুরু হতেই সেই ক্লান্তি উধাও। অনূর্ধ্ব-১৯ এর সাবেক দলনেতা কথা বলে গেলেন বৃহস্পতিবারের (২০ অক্টোবর) পারফরম্যান্সের মতোই দুর্দান্তভাবে।
 
শুরুতেই আজকের পারফরম্যান্সের বিষয়ে জানতে চাইলে মিরাজ বলেন, ‘দিনটি আমার সারাজীবন মনে থাকবে। আমার অভিষেক ম্যাচ, তার উপর ইংল্যান্ডের মতো শক্তিশালী দল। তাদের বিপক্ষে ৫ উইকেট পাবো-এতটা আশা করেনি। দিনটি আমি সারাজীবন মনে রাখবো’
 
সফলতার পেছনের কারণ হিসেবে মুশফিকের পরামর্শকে অন্যতম কারণ হিসেবে দেখছেন ১৮ বছর বয়সী মিরাজ, ‘আমি শুরুর দিকে বেশ কিছু বল স্টাম্পের বাইরে করছিলাম। কিন্তু মুশফিক ভাই বললেন স্টাম্প টু স্টাম্প বল করো। তাহলে এলবি কিংবা বোল্ড হওয়ার সুযোগ বাড়বে। তারপর তার কথামতো বল করে গেলাম। এরপর সফলতা পেলাম। ’

অভিষেকেই মিরাজের দুর্দান্ত বোলিং নেপুণ্যে সাত উইকেট হারিয়ে ২৫৮ রানে দিনের খেলা শেষ করেছে ইংলিশরা। পাঁচ উইকেটের অভিজাত ক্লাবে নাম লিখিয়েছেন ১৮ বছর বয়সী এ উঠতি অফস্পিন অলরাউন্ডার। বাকি দু’টি নিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।