ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার ব্যাটিংয়ে চোখ মিরাজের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এবার ব্যাটিংয়ে চোখ মিরাজের ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: অভিষেকের প্রথম দিনেই পাঁচ উইকেট তুলে সব আলো নিজের দিকেই নিয়ে আসলেন মেহেদী হাসান মিরাজ। সুযোগ আছে উইকেট সংখ্যা বাড়ানোর।

বোলিংয়ে তো শুরুটা ভালোই হলো। এবার তার দৃষ্টি ব্যাটিংয়েও ভালো করে অলরাউন্ডার তকমাটার যথার্থতা দেখানোর।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘অভিষেকেই এতটা ভালো করবো ভাবিনি। কিন্তু আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় বোলিংটা বেশ ভালোই হলো। এবার ব্যাটিংয়েও দলকে সেরাটা দিতে চাই। ’

বল খুব ঘুরছে, এতে ব্যাটিং করতে সমস্যা হবে না তো-এমন প্রশ্নে বেশ আত্মবিশ্বাসই ঝরেছে মিরাজের কণ্ঠে, ‘আমাদের দেশে আমরা টার্নিং উইকেটে খেলে অভ্যস্ত। তাই এটা সমস্যা হবে না আমার জন্য। অনুশীলন যা করেছি এতদিন যা খেলেছি তার যথার্থ প্রয়োগ ঘটাতে পারলে ব্যাটিংয়েও ভালো করতে পারবো ইনশাআল্লাহ। ’

মিরাজের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে দিন শেষে ইংলিশদের সংগ্রহ সাত উইকেটে ২৫৮। বাকি দু’টি নিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।