ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাখ্যা নেই তামিমের, তবে...

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
ব্যাখ্যা নেই তামিমের, তবে... ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: মুমিনুল হককে হারিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। এরপর মাহমুদুল্লাহকে হারিয়ে চা বিরতিতে।

খেলা শেষ হওয়ার কয়েক ওভার আগেই আউট হয়ে ফেরেন উইকেটে থিতু হয়ে যাওয়া বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল জানান, আসলে প্রতি বিরতির আগে উইকেট যাওয়া নিয়ে আমার কাছে সঠিক কোনো ব্যাখ্যা নেই। তবে আউট না হলে ভালো হতো। রিয়াদ ভাই ওই সময় আউট না হলে আমরা আরও ভালো পার্টনারশিপ করতে পারতাম, শেষের দিকে মুশফিক আউট না হলে তো আরও ভালো হতো।

তবে এভাবে আউট হওয়াকে ব্যাটসম্যানের মানসিকতার কোনো বিষয় নয় মন্তব্য করে তিনি বলেন, এটা মানসিকতার ব্যাপার না। এই উইকেটে খেলা খুবই কঠিন। যেভাবে খেলতে চাইবেন সেভাবে হচ্ছে না।

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার মাত্র ১৫ বল আগেই স্টোকসের বলে বেয়ারস্টোকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। এর আগে খেলেছেন ৭৭ বলে ৪৮ রানের ইনিংস। প্রথমদিকে বেশ শট খেলে রান তুললেও শেষের দিকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন মুশফিক। তার শেষের দিকের ব্যাটিংয়েই পরিষ্কার আজকের দিনটা পার করে দিতে চেয়েছিলেন তিনি।

খেলা শেষের মাত্র আড়াইওভার আগে এভাবে আউট হয়ে যাওয়া নিয়ে আক্ষেপ দেখা গেছে মুশফিকের মাঝেও। তার সেই আউট নিয়ে আক্ষেপ ঝরেছে তামিম ইকবালের কণ্ঠেও।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।