ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দু’দলই সমানে সমান: গ্যারেথ ব্যাটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
দু’দলই সমানে সমান: গ্যারেথ ব্যাটি ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট হলেই যেনো ডাক পড়ে তার। ২০০৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক।

তারপর মাত্র ৭টি টেস্ট খেলে ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষে খেলেই থেমে গিয়েছিল তার ক্যারিয়ার। সেই গ্যারেথ ব্যাটির ক্যারিয়ারের দ্বিতীয় জীবন শুরু হয়েছে চট্টগ্রাম টেস্ট দিয়েই। প্রায় ১১ বছর পর দলে ফিরে শুক্রবার সুযোগ পেয়েছিলেন প্রথমবারের মতো বোলিং করার।

দিনভর ১৭ ওভার হাত ঘুরিয়ে তুলে নিয়েছেন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের উইকেটটি। তামিমকে ৭৮ রানে থামিয়ে দেওয়া গ্যারেথ ব্যাটি দ্বিতীয় দিন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন তার এতো বছর পরের প্রত্যাবর্তন নিয়েও।

ব্যাটি বলেন, ‘এতদিন পর সুযোগ পেয়ে নিজের বোলিংয়ে আমি অনেক কিছুর পরিবর্তন এনেছি। অনুশীলনে কঠোর পরিশ্রম করে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ’

দ্বিতীয় দিন শেষে দু’দলই সমান পর্যায়ে আছে মন্তব্য করে ব্যাটি বলেন, ‘এখন পর্যন্ত দুই দলই সমান অবস্থানে আছে। তৃতীয় দিন আমরা তাদের খুব দ্রুত ফেরাতে পারলে আমাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে। ’

ব্যাটি কথা বলেছেন বাংলাদেশের তরুণ তুর্কি মেহেদি হাসান মিরাজ সম্পর্কে। তার সম্পর্কে বলতে গিয়ে ব্যাটি জানান, ‘মিরাজ দুর্দান্ত বোলার। খুব ভালো জায়গায় বল ফেলতে পারে সে। এটা তার বড় গুণ। ’
 
ব্যাটি কথা বললেন বাংলাদেশ সম্পর্কে। এ বিষয়ে বলতে গিয়ে দুটো বাক্যেই খরচ করলেন ব্যাটি, ‘ওয়ান্ডারফুল কাউন্ট্রি। ’
 
প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৯৩ রানের বিপরীতে প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২২১ রান। এখনও ইংল্যান্ড থেকে ৭২ রান দূরে আছে বাংলাদেশ। তবে হাতে রয়েছে আরও পাঁচ উইকেট।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।