ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইউনিস-মিসবাহ জুটিতে শক্ত অবস্থানে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
ইউনিস-মিসবাহ জুটিতে শক্ত অবস্থানে পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথমদিন শেষে শক্ত অবস্থানে পাকিস্তান। আবুধাবিতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে ৩০৪ রান।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পাকিস্তানের ওপেনার আজহার আলী (০ রান) বিদায় নেন। আরেক ওপেনার সামি আসলাম করেন মাত্র ৬ রান। এরপর ৮৭ রানের জুটি গড়েন আসাদ শফিক এবং ইউনিস খান। দলীয় ১২৯ রানের মাথায় বিদায় নেন ব্যক্তিগত ৬৮ রান করা আসাদ শফিক।

তৃতীয় উইকেটের পতনের পরও দুর্দান্ত ব্যাট করে পাকিস্তান। দলপতি মিসবাহ এবং ইউনিস মিলে স্কোরবোর্ডে আরও ১৭৫ রান যোগ করেন।

আউট হওয়ার আগে ইউনিস খেলেন ১২৭ রানের অসাধারণ একটি ইনিংস। তার ২০৫ বলের ইনিংসটি ১০টি চার আর একটি ছক্কায় সাজানো ছিল। আরেক প্রান্তে থাকা পাকিস্তানের দলপতি মিসবাহ অপরাজিত আছেন ৯০ রান নিয়ে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট তুলে নেন শ্যানন গ্যাব্রিয়েল। একটি করে উইকেট দখল করেন দেবেন্দ্র বিশু এবং কার্লোস ব্রাথওয়েইট।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।