ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ বেশি ম্যাচ না খেলায় কোচের আক্ষেপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
বাংলাদেশ বেশি ম্যাচ না খেলায় কোচের আক্ষেপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পথচলা ২০১১ সালের নভেম্বরে। এই পাঁচ বছরে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন সালমা খাতুন।

সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে একটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ছাড়া কোনো ম্যাচই মিস করেননি এ অলরাউন্ডার।  

অথচ তার ম্যাচ সংখ্যা জানেন? ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে মোটে ৪৮! বেশি ম্যাচ খেলার সুযোগ না পেয়ে বাংলানিউজকে দেয়া সাক্ষাৎকারে আক্ষেপ প্রকাশ করেছেন সালমা। এবার সালমাদের নবনিযুক্ত ইংলিশ কোচ ইয়ান ক্যাপেল আক্ষেপ প্রকাশ করলেন।  

শনিবার (২২ অক্টোবর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে এ ব্যাপারে ক্যাপেল বলেন, ‘ম্যাচ কম খেলা উন্নতিতে একটা অন্তরায়। আপনি দেখুন, গত ২-৩ বছরে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ৫০-৬০টা ম্যাচ খেলেছে। এ সময়ে বাংলাদেশ হয়তো ২০-৩০টার বেশি ম্যাচ খেলেনি। ’

ক্যাপেলের মতে, বাংলাদেশ দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। ভালো করার জন্য ডেভলপমেন্ট ক্যাম্প, সঠিক অনুশীলন প্রয়োজন।

বাংলাদেশ দলের স্পিন ডিপার্টমেন্টের প্রসংশা করে ক্যাপেল জানান, ‘স্পিনাররা বেশ ভালো। তবে এটিকে সেরায় পরিণত করা যেতে পারে। তাদের মধ্যে সে সম্ভাবনা আছে। ’

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।