ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সিনিয়র-জুনিয়রদের প্রসংশায় দলপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
সিনিয়র-জুনিয়রদের প্রসংশায় দলপতি ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হেরেছে খুব অল্প ব্যবধানেই। এর উপর টেস্টের প্রথম চারদিনই সমান লড়াই করেছে বাংলাদেশ।

এ থেকেই বুঝা যায় নিয়মিত টেস্ট খেলুড়ে ইংল্যান্ড দলকে সহজেই জিততে দেয়নি টাইগাররা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক মুশফিকের বক্তব্য, ‘আমরা ৯০ থেকে ৯৫ ভাগ ভালো খেলেছি। প্রথম চারদিন আমাদের সবাই দুর্দান্ত খেলেছে। সিনিয়ররা অনেক দায়িত্ব নিয়ে খেলেছে। সবাই নিজেদের সক্ষমতা দেখিয়েছি। জুনিয়ররাও অনেক ভালো করেছে। ’

প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ভালো খেলার কথা তুলে মুশফিক বলেন, ‘আমরা প্রথম ইনিংসে যা ভুল করেছি, তা দ্রুতই বুঝতে পেরেছি। যার কারণে দ্বিতীয় ইনিংসে আমরা প্রথম ইনিংসের তুলনায় অনেক ভালো খেলতে পেরেছি। ’

বাংলাদেশ অধিনায়ক এই টেস্টে আলাদা করে সাকিব-তামিম-ইমরুল-সাব্বির-মেহেদির পারফরম্যান্সের বিষয়ে উচ্ছ্বাসিত মন্তব্য করেন। তবে মুশফিকের কণ্ঠে হতাশা ঝরে দ্বিতীয় ইনিংসে নিজের ইনিংস বড় করতে না পারার জন্য।

মুশফিক যোগ করেন, ‘এই উইকেটে খেলা খুব টাফ। আমাকে প্রতিটি রান অনেক কষ্ট করে নিতে হয়েছে। তবুও বলছি আমার ইনিংসটা আরও একটু বড় করতে পারলে অনেক ভালো লাগতো। আপনি ১০০ করেন, ৭০ করেন কিংবা ৮০ করেন। আপনাকে প্রতিটি বলেই নতুন করে খেলতে হবে। কারণ প্রতিটি বলই নানা বৈচিত্র নিয়ে হাজির হয়েছে। তাই আমরা বাজে বলের জন্য অপেক্ষা করেছি, হাফভলি ও ফুলটসের জন্য অপেক্ষা করেছি। ’
 
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।