ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় টেস্টের দলে মোসাদ্দেক ও শুভাশীষ, বাদ শফিউল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
দ্বিতীয় টেস্টের দলে মোসাদ্দেক ও শুভাশীষ, বাদ শফিউল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ পেসার শুভাশীষ রায় ও ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

বাদ পড়েছেন প্রথম টেস্ট খেলা পেসার শফিউল ইসলাম।

চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্টে (২০-২৪ অক্টোবর) জয়ের কাছাকাছি গিয়েও ২২ রানের আক্ষেপে পুড়ে টাইগাররা। মিরপুরে মুশফিকরা ঘুরে দাঁড়াবেন সেই আশাই করছেন বাংলাদেশের অগণিত ক্রিকেটপ্রেমীরা।

আগামী শুক্রবার (২৮ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু হবে সকাল ১০টায়।

১৫ সদস্যের স্কোয়াডে যারা আছেন: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান,  মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, শুভাশীষ রায়।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।