ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডকে সতর্ক করছেন ভন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ইংল্যান্ডকে সতর্ক করছেন ভন

ঢাকা: বাংলাদেশ সফরে থাকা ইংল্যান্ডকে সতর্ক করে দিলেন সাবেক দলপতি মাইকেল ভন। সফরকারী দলটির জন্য বার্তা দিয়ে ভন জানান, বাংলাদেশের বিপক্ষে তোমরা যা করেছো সেটি বজায় থাকলে ভারতের মাটিতে তোমাদের ৫-০তে হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হবে।

বাংলাদেশ সফর শেষে ভারতের মাটিতে ৫টি টেস্ট, ৩টি ওয়ানডে আর ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড।

টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ এ জিতলেও স্বাগতিকদের সম্ভাবনা ছিলো ওয়ানডে সিরিজটি নিজেদের কাছে রাখার। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে চট্টগ্রামে বাংলাদেশ জিততে জিততেও হেরেছে মাত্র ২২ রানের ব্যবধানে। ইংলিশদের ২০ উইকেটই দখল করেছেন টাইগার বোলাররা। যার ১৮টি স্পিনারদের দখলে, আর একটি উইকেট পান পেসার রাব্বি। বাকি উইকেটটি ছিল রান আউটের ফাঁদে পড়ে।

এমন পারফর্মে মোটেই খুশি নন ভন। নিজের দেশের বাজে পরিণতি দেখে এই ইংলিশ সাবেক দলপতি জানান, ‘যদি ইংল্যান্ডের পারফর্ম এমনভাবেই চলতে থাকে, তবে আমি নিশ্চিত ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তারা ৫-০ তে টেস্ট হারবে। ইংলিশদের ব্যাটিং লাইনআপ এমন যে ৩০-৪০ রান করতেই তাদের টপঅর্ডারের তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরছেন। ভারতের বিপক্ষে এমনটি ঘটলে ইংল্যান্ডের কোনো নিস্তার নেই। নিশ্চিত বড় ব্যবধানে হারতে হবে তাদের। ’

বাংলাদেশের বিপক্ষে ২২ রানে জিতে ইতোমধ্যেই ১-০ তে লিড নিয়েছে অ্যালিস্টার কুক বাহিনী। এ প্রসঙ্গে ভন জানান, ‘জয়ের জন্য ইংল্যান্ডের আনন্দ করাটা স্বাভাবিক। কিন্তু, জয় পেতে হলে নিজেদের সেরাটা দিতে হবে। সত্যি বলছি দুটি দলই দুর্দান্ত খেলেছে। তবে, ভারতের বিপক্ষে কুক-রুট-স্টোকসদের আরও সতর্ক থাকতে হবে। বাংলাদেশের মতো ভারতেও একই কন্ডিশন থাকবে। তাতে নিজেদের মেলে ধরতে না পারলে আরও বড়ও হোঁচট খেতে হবে ইংল্যান্ডকে। ’

টাইগারদের বিপক্ষে পেসাররা ভালো করলেও স্পিনারদের নিয়ে চিন্তিত ভন। তিনি যোগ করেন, ‘বাংলাদেশ ইংলিশদের স্পিন ভালো খেলেছে। কিন্তু, বাংলাদেশের স্পিনারদের সামলে খেলতে ইংল্যান্ড ব্যর্থ। ভারতেও একই কন্ডিশন থাকায় সেখানে ইংল্যান্ডকে বিপদে পড়তে হবে। তবে, আমি মনে করি সেখানে একই কন্ডিশনে স্পিনারদের থেকে পেসাররাই ভালো করবে। আর সফরকারী দলটির কোনো প্রয়োজন নেই স্পিনারদের প্রাধান্য দেওয়ার। ’

ঢাকা টেস্ট প্রসঙ্গে বলতে গিয়ে ভন জানান, ‘আদিল রশিদকে ঢাকা টেস্টে খেলানোরও দরকার দেখছি না। দলে অনেক অলরাউন্ডার আছে। সেখান থেকে পেসার স্টিভেন ফিনকে খেলানো যেতে পারে। সঙ্গে মঈন আলী আর বেন স্টোকস তো থাকছেই। যে স্পিনাররা ভালো করছে না তাদের কেন মাঠে নামাতে হবে?’

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।