ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকার উইকেটে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ঢাকার উইকেটে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: প্রায় পনেরো মাসের বিরতিতে যাওয়া বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে কী অসাধারণ বীরত্বই না দেখালো। বারংবার পিছিয়ে পড়েও দেখা গেল চমকে দেয়া উত্তরণ! এতটা লড়াকু খেলবে বাংলাদেশ সেটা হয়তো ইংলিশরা ভাবতেও পারেনি।

তবে লড়াই করেও শেষ রক্ষা হয়নি টাইগারদের। সফরকারীদের কাছে ২২ রানে হেরে আরো একবার স্বপ্নভঙ্গ হয়েছে অবিশ্বাস্য লড়াকু এই দলটির।
 
তবে ঢাকা টেস্টে টাইগারদের স্বপ্নভঙ্গের পুনরাবৃত্তি হবে না বলে বিশ্বাস করেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ‘ঢাকাতে আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে লড়বো। ভালো করবো আশা করি। ’
 
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীন টার্মিনালে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সুজন আরও বলেন, ‘চট্টগ্রাম টেস্টে ছোটখাট যে ভুল-ত্রুটিগুলো হয়েছে ঢাকা টেস্টে তা আমাদের ছেলেরা শুধরে নিতে পারবে। আমরা যতটুকু পারি ভালো খেলবো। ’

সবশেষে বললেন উইকেট নিয়ে। প্রথম টেস্টে দেখা গেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট পুরোদস্তুর স্পিনবান্ধব। রান পেতে ব্যাটসম্যানদের রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। তবে ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া ঢাকা টেস্টে মিরপুরের উইকেট এমন হবে না বলে জানিয়েছেন তিনি, ‘মিরপুরের উইকেট সব সময়ই ভিন্ন। আমরা চাইবো উইকেট যেন আমাদের মতোই হয়। ’
 
আগামী শুক্রবার (২৮ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু সকাল ১০টায়।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।