ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ক্যারিবীয়দের উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: আবুধাবি টেস্টের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিয়েছে পাকিস্তান। ক্যারিবীয়দের ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়ে মিসবাহ উল হকের দলটি তিন ম্যাচ টেস্ট সিরিজে ২-০তে এগিয়ে সিরিজ নিশ্চিত করেছে।

দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট দখল করেন পাকিস্তানের ঘূর্ণি জাদুকর ইয়াসির শাহ।

স্কোর: পাকিস্তান - ৪৫২ ও ২২৭/২ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ - ২২৪ ও ৩২২

প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে ১২৭ রানের দারুণ এক ইনিংস খেলেন সিনিয়র ব্যাটসম্যান ইউনিস খান। দলপতি মিসবাহ করেন ৯৬ রান। এছাড়া, তিন নম্বরে নামা আসাদ শফিকের ব্যাট থেকে ৬৮, উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদের ব্যাট থেকে ৫৬ রান আসে।

ক্যারিবীয়দের হয়ে ৫টি উইকেট তুলে নেন শ্যানন গ্যাব্রিয়েল। আর তিনটি উইকেট দখল করেন জ্যাসন হোল্ডার।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় ওপেনার জনসন ১২, ড্যারেন ব্রাভো ৪৩, ব্রাথওয়েইট ২১, মারলন স্যামুয়েলস ৩০, জ্যাসন হোল্ডার অপরাজিত ৩১ রান করেন। পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ চারটি, রাহাত আলী তিনটি আর সোহেল খান দুটি উইকেট দখল করেন।

এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাটিংয়ে নামে। ওপেনার সামি আসলাম ৫০ আর আজহার আলী ৭৯ রান করেন। তিন নম্বরে নামা আসাদ শফিক ৫৮ রান করে বিদায় নেন। ইউনিসের ব্যাট থেকে আসে ২৯ রান। ২২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

৪৫৬ রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ১৭১ রান। পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৮ রানেই লিওন জনসনের (৯) উইকেট হারায় ও. ইন্ডিজ। ৩৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন ড্যারেন ব্রাভো (১৩)। অভিজ্ঞ মারলন স্যামুয়েলসও (২৩) দলের হাল ধরতে ব্যর্থ হন। অারেক ওপেনার ক্রেইগ ব্রাথওয়েইট ৬৭ রান করে আউট হন।

৪৭ রানে অবিচ্ছিন্ন জুটিতে চতুর্থ দিনের খেলা শেষ করেন জারমেইন ব্ল্যাকউড ও রোস্টন চেজ। শেষ দিন ব্ল্যাকউড ৪১ ও চেজ ১৭ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নামেন। চেজ ২০ রান করে সাজঘরে ফিরলেও ব্ল্যাকউড করেন ৯৫ রান। জ্যাসন হোল্ডার ফেরেন ১৬ রান করে। শাহি হোপের ব্যাট থেকে আসে ৪১ রান আর দেবেন্দ্র বিশু করেন ২৬ রান। ৩২২ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

লেগস্পিনার ইয়াসির শাহ ৬টি উইকেট দখল করেন। এছাড়া, দুটি উইকেট নেন জুলফিকার বাবর। রাহাত আলী ও মোহাম্মদ নওয়াজ একটি করে উইকেট পান।

এর আগে দুবাই টেস্টে আজহার আলীর ত্রিপল সেঞ্চুরির সুবাদে ৫৬ রানের জয় পেয়েছিল দক্ষিণ এশিয়ার ক্রিকেট পরাশক্তিরা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।