ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সাব্বিরকে নিয়ে চিন্তার কিছু নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
সাব্বিরকে নিয়ে চিন্তার কিছু নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

মিরপুর থেকে: টাইগার হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে নিয়ে আশঙ্কার কিছু নেই। শরীরের অবস্থা স্বাভাবিক আছে।

দ্বিতীয় টেস্টের জন্য বৃহস্পতিবার (২৭ অক্টোবর) থেকেই অনুশীলনে নামতে পারবেন।

চট্টগ্রাম টেস্টের (২০-২৪ অক্টোবর) চতুর্থ দিন থেকেই সাব্বিরের শারীরে ঝেঁকে বসে গ্যাসট্রিক ও পেটের পীড়ার মতো সমস্যা। এরপর সেখানেই তাকে ডাক্তার দেখানো হয় এবং পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।

আপাতত তার শারীরিক অবস্থা সন্তোষজনক এবং সিরিজের দ্বিতীয় টেস্টে সেটা কোন নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক বায়েজিদুল ইসলাম খান।

বুধবার (২৬ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সাব্বিরের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি গণমাধ্যমকে বলেন, ‘সাব্বির রহমান কয়েকদিন ধরেই গ্যাসট্রিকের সমস্যায় ভুগছিলেন। পেটে ব্যথা হচ্ছিল ওর। তাই চট্টগ্রামেই তাকে পর্যবক্ষণে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসকও দেখানো হয়েছে। কিছু টেস্টও আমরা করিয়েছি। ’

চট্টগ্রাম টেস্ট শেষে গেল ২৫ অক্টোবর দুপুরে দলের সঙ্গে ঢাকা পৌঁছেছেন সাব্বির। ঢাকায় ফেরার পরেই নাকি তিনি অ্যাপোলো হাসপাতালে চিকি‍ৎসকের শরণাপন্ন হয়েছেন বলে জানা বিসিবি চিকিৎসক, ‘অ্যাপালো হাসপাতালে তার এন্ডোসকপি টেস্ট করানো হয়েছে। আমরা যা সন্দহে করেছিলাম, তেমন কোনো সমস্যা নেই। সাধারণ গ্যাসট্রিকের সমস্যা পেপটিক আলসার। চিকিৎসক ওকে কিছু পরার্মশ দিয়েছে। ’

আর সে কারণেই ঢাকায় ফেরার পর বুধবারের (২৬ অক্টোবর) অনুশীলনে মাঠে নামননি সাব্বির। তবে বৃহস্পতিবার থেকে তিনি অনুশীলনে নামতে পারবেন বলে আশা করছেন বায়েজিদ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।