ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আগ্রহের কেন্দ্রবিন্দুতে মিরপুরের উইকেট

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আগ্রহের কেন্দ্রবিন্দুতে মিরপুরের উইকেট ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্রিকেটারদের পদচারণায় আবার সরব হয়ে উঠেছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। এখানেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সব কিছু ছাপিয়ে স্বাগতিক ও সফরকারী দলের আগ্রহ ম্যাচের উইকেট ঘিরে।

প্রথম টেস্টে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইকেটে ছিল দুর্দান্ত টার্ন। যার ফলে রোমাঞ্চকর এক টেস্ট উপভোগ করেছে দর্শকরা। ওই ম্যাচে জয়ের সুযোগ ছিল দুই দলেরই। রোমাঞ্চকর লড়াইয়ের পর শেষ অবধি বাংলাদেশ ২২ রানে হেরে যায়। তারপরও উইকেট নিয়ে সন্তুষ্ট ছিল বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, টিম ম্যানেজমেন্ট ঢাকায় চট্টগ্রামের মতো টার্নিং উইকেটই চেয়েছে।

প্রথম টেস্টের মতো উইকেট হলে পরিকল্পনা থাকবে অনেকটা আগের মতোই। উইকেট ফ্ল্যাট হলে ভিন্ন পরিকল্পনা আসবে। উইকেট নিয়ে আগ্রহ সব ম্যাচের আগেই থাকে। কিন্তু চট্টগ্রাম টেস্টের পর উইকেট নিয়ে কৌতুহল বাড়িয়ে দিয়েছে আরও।

ম্যাচের আগে উইকেটের ভাষা বুঝে উঠতে পারলে পরিকল্পনা করা সহজ হয়ে যায়। তাইতো স্টেডিয়ামে প্রবেশ করেই সোজা উইকেটের দিকে হেঁটে গেলেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সময় নিয়েই বোঝার চেষ্টা করলেন উইকেটের ভাষা। কথা বললেন স্টেডিয়ামের কিউরেটর গামিনী ডি সিলভার সঙ্গে।

তার কিছুক্ষণ পর ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরাও উইকেটে চোখ বুলালেন। সাকিব আল হাসান এমনকি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও এলেন উইকেট দেখতে। একটু বিরতি দিয়ে তামিম ইকবাল, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, নির্বাচক হাবিবুল বাশার সমুন। পরে হাথুরুসিংহে, সামারাবীরা মিলে গামিনীর সাথে শেষ মুহূর্তের আলাপ সেরে নিলেন।

মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন সেরে  উইকেট দেখতে আসেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার (২৮ অক্টোবর)। মাঝে আরও একদিন সময় আছে। তার আগেই দুই দল উইকেটের ভাষা বোঝার চেষ্টাই বলে দিচ্ছে কতটা গুরুত্বপূর্ণ ম্যাচটি।  


 
ইংলিশরা মিরপুরের একাডেমি মাঠে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করেছে। রৌদ্যজ্জ্বল আবহাওয়ায় সফরকারী অনুশীলন করতে পারলেও বাংলাদেশকে অনুশীলন করতে হচ্ছে মেঘাচ্ছন্ন আবহাওয়ায়। ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ এর প্রভাবে দুপুর থেকে  মিরপুরের আকাশ মেঘে ঢাকা।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসকে/এমআরএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।