ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজে সমতায় ফিরলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
সিরিজে সমতায় ফিরলো নিউজিল্যান্ড ছবি:সংগৃহীত

ঢাকা: ভারতকে ১৯ রানে হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-২ এ সমতায় ফিরলো নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচে কিউইদের করা ২৬০ রানের জবাবে ৪৮.৪ ওভারে ২৪১ রান করেই সবকটি উইকেট খোয়ায় মাহেন্দ্র সিং ধোনির দল।

রাঁচিতে জয়ের লক্ষ্যে খেলতে নেমে সফরকারী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। দলের হয়ে একমাত্র হাফসেঞ্চুরি করেন ওপেনার আজিঙ্কে রাহানে (৫৭)। বিরাট কোহলি ভালো কিছুর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ৪৫ রানে আউট হন। ঘরের মাঠে খেলতে নামা অধিনায়ক ধোনির ব্যাট এদিন আর হাসেনি।

কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান টিম সাউদি। দুটি করে উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট ও জেমস নিশাম। আর একটি করে উইকেট পান মিচেল স্যান্টনার ও ইশ শোধি।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে মার্টিন গাপটিল ও টম ল্যাথাম ৯৬ রান করেন। গাপটিল ৭২ ও ল্যাথাম করেন ৩৯। রানের ধারাবাহিকতা ধরে রাখেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলর। তাদের ব্যাট থেকে আসে যথাক্রমে ৪১ ও ৩৫। পরে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২৬০ রান করে দলটি।

ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান অমিত মিশরা। একটি করে উইকেট পান উমেশ যাদভ, ধাওয়াল কুলকার্নি, হার্দিক পান্ডে ও আক্সার প্যাটেল।

ম্যাচ সেরার পুরস্কার পান মার্টিন গাপটিল।

অঅগামী ২৯ অক্টোবর ভিসাখাপন্তমে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।