ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল রঙে মেতেছে মিরপুরের গ্যালারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
বিপিএল রঙে মেতেছে মিরপুরের গ্যালারি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাজে আবহাওয়ার কারণে আর টানা দু’দিনের বৃষ্টি বাগড়ায় নির্ধারিত সূচিতে মাঠে গড়ায়নি বিপিএলের এবারের আসর। ফলে ম্যাচ স্থগিত করে নতুন সূচি নির্ধারণ করা হয়। সেই সূচি অনুযায়ী মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানস ও তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে মঙ্গলবার (৮ নভেম্বর) মাঠে গড়িয়েছে বিপিএলে চতুর্থ আসরের খেলা।

মিরপুর থেকে: বাজে আবহাওয়ার কারণে আর টানা দু’দিনের বৃষ্টি বাগড়ায় নির্ধারিত সূচিতে মাঠে গড়ায়নি বিপিএলের এবারের আসর। ফলে ম্যাচ স্থগিত করে নতুন সূচি নির্ধারণ করা হয়।

সেই সূচি অনুযায়ী মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানস ও তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে মঙ্গলবার (৮ নভেম্বর) মাঠে গড়িয়েছে বিপিএলে চতুর্থ আসরের খেলা।

তাইতো মিরপুরের গ্যালারিতে ফিরেছে রং। দু’দলের রঙিন জার্সি গায়ে চাপিয়ে চার-ছয়ের প্ল্যাকার্ড হাতে ক্রিকেট উন্মাদনায় মেতেছে লাল-সবুজের ক্রিকেটপ্রেমীরা।

দুপুর ২টায় যখন মিরপুরের সবুজ গালিচায় মাশরাফি ও তামিমদের ম্যাচটি গড়ায় তখন মিরপুরের আকাশে রোদের ঝিলিক। এমন রোদেলা দুপুরে মাশরাফিদের কাছে টস হেরে যখন তামিমরা ব্যাটিংয়ে নামেন তখনও মাঠে দর্শক উপস্থিতি খুব বেশি একটা দেখা যায়নি। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে গ্যালারিতে বেড়েছে দর্শক উপস্থিতিও।  
 
২৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই শের-ই-বাংলা স্টেডিয়ামে এই মুহূর্তে প্রায় ৭ হাজার দর্শক উপস্থিত আছেন। তাদের করতালি ও হর্ষধ্বণিতেই সপ্তাহের কর্মব্যস্ত দিনেও মুখরিত হয়ে উঠেছে গ্যালারি। ব্যাটসম্যানরা চার-ছয় হাঁকালেই প্ল্যাকার্ড উঁচিয়ে, চিৎকার করে কাঁপিয়ে তুলছেন পুরো শের-ই-বাংলা স্টেডিয়াম।

তবে দর্শকদের এই সংখ্যা পূর্ব দিকের গ্যালারিতেই বেশি দেখা যাচ্ছে। শহীদ জুয়েল, শহীদ মোস্তাক, পশ্চিম ও উত্তর দিকের গ্যালারি সেই তুলনায় অনেকটাই ফাঁকা পড়ে আছে। কাঙ্খিত সংখ্যক দর্শক নেই ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডেও। তারপরেও যারা আছে তারাই উৎসাহ দিয়ে প্রাণবন্ত করে রেখেছেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ৮ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।