ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সাঙ্গাকারা-মেহেদি ছাড়া বল করলেন সবাই!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
সাঙ্গাকারা-মেহেদি ছাড়া বল করলেন সবাই! ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যে কোনো প্রতিযোগিতামূলক আসরেই প্রথম ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। ভালো ফল এলে ছন্দে থাকে গোটা দল। প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে এজন্যই হয়তো ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান প্রথম ম্যাচে ব্যবহার করলেন ৯ বোলার!

মিরপুরে থেকে: যে কোনো প্রতিযোগিতামূলক আসরেই প্রথম ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। ভালো ফল এলে ছন্দে থাকে গোটা দল।

প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে এজন্যই হয়তো ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান প্রথম ম্যাচে ব্যবহার করলেন ৯ বোলার! 

বল করেননি কেবল উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা ও মেহেদি মারুফ।  ঢাকার কেবল দুই বোলার শেষ করেছেন তাদের কোটা।

পেসার মোহাম্মদ শহীদ ও ইংলিশ মিডিয়াম পেসার রবি বোপারা করেছেন চার ওভার করে। সাকিব নিজে করেছেন তিন ওভার। দুই ওভার করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

এছাড়া নাসির হোসেন, সাঞ্জামুল ইসলাম, আলাউদ্দিন বাবু ও মোসাদ্দেক হোসেন সৈকত এক ওভার করে বোলিং করেন।  বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণে সফলও হয়েছে ঢাকা। বরিশাল বুলসকে ১৪৮ রানে আটকে রেখেছে তারা। বরিশাল ইনিংসের মাঝপথে মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীসের ব্যাটিং দেখে মনে হচ্ছিলো ১৬০-১৭০ রানের পুঁজি পেয়ে যাবে তারা।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।