ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হেরাথের অনন্য রেকর্ডে চালকের আসনে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
হেরাথের অনন্য রেকর্ডে চালকের আসনে শ্রীলঙ্কা ছবি: সংগৃহীত

ডেল স্টেইন ও স্বদেশী কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের পাশে নাম লেখালেন রঙ্গনা হেরাথ। টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে টেস্ট খেলুড়ে ৯টি দেশের বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ৩৮ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার।

ঢাকা: ডেল স্টেইন ও স্বদেশী কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের পাশে নাম লেখালেন রঙ্গনা হেরাথ। টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে টেস্ট খেলুড়ে ৯টি দেশের বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ৩৮ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার।

হারারেতে হেরাথের এমন কীর্তিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ তে দুই ম্যাচের সিরিজ জেতার লক্ষ্যে শক্ত অবস্থানে লঙ্কানরা। এরই মধ্যে ৩৩৪ রানের লিড নিয়েছে সফরকারীরা। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ চার উইকেটে ১০২।

দিমুথ করুনারাত্নে ৫৪ ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আসিলা গুনারাত্নে ৬ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন। এর আগে প্রথম ইনিংসে লঙ্কানদের ৫০৪ রানের জবাবে ২৭২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

২৬ ওভারে ৮৯ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নেন হেরাথ। টেস্ট ক্যারিয়ারে (৭৫তম ম্যাচ) এ নিয়ে ২৭ বার পাঁচ উইকেটের অভিজাত ক্লাবে নাম লেখালেন। এ তালিকায় ইয়ান বোথামের সঙ্গে যৌথভাবে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি।

সর্বোচ্চ ৬৭ বার পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন মুরালিধরন। তার ধারেকাছেও কেউ নেই। শীর্ষ পাঁচের বাকি চারজন যথাক্রমে শেন ওয়ার্ন (৩৭), রিচার্ড হ্যাডলি (৩৬), অনিল কুম্বলে (৩৫), গ্লেন ম্যাকগ্রা (২৯)।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।