মিরপুর থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক ম্যাচে পাঁচ উইকেট নেয়া বোলারের তালিকাটা খুবই ছোট। আবুল হাসান রাজুর আগে মাত্র চার বোলার এ কৃতিত্ব দেখিয়েছেন।
চার ওভারে ২৮ রান দিয়ে সাজঘরে পাঠান রিকি ওয়েসেলস, মাহমুদউল্লাহ রিয়াদ, অলক কাপালি, আরিফুল হক ও শফিউল ইসলামকে। আবুল হাসানের পঞ্চম শিকার হন শফিউল। সরাসরি বোল্ড হন এ ব্যাটসম্যান।
বিপিএলে সেরা বোলিং ফিগারে চতুর্থ স্থানে উঠে এসেছেন আবুল হাসান। ৩.২ ওভারে ৬ রানে পাঁচ উইকেট নেয়া পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি রয়েছেন শীর্ষে।
দুরন্ত রাজশাহীর হয়ে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়টর্সের (বর্তমান ঢাকা ডায়নামাইটস) বিপক্ষে কীর্তি গড়েছিলেন সামি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার ও শ্রীলঙ্কার থিসারা পেরেরা। এর পরই রয়েছেন আবুল হাসান রাজু।
পঞ্চম স্থানে আরেক বাংলাদেশি আল আমিন হোসেন। মজার ব্যাপার হলো, বিপিএলে পাঁচ উইকেট নেয়া বোলারদের সবাই পেসার।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
এসকে/এমআরএম