ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রংপুরের খেলা দেখতে বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
রংপুরের খেলা দেখতে বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্ত্রী ইয়াশা সোবহানকে সাথে নিয়ে মিরপুরে এসে বিপিএলে রংপুর রাইডার্সের খেলা দেখে গেলেন বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাফওয়ান সোবহান। বুধবার (৯ নভেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচটি ছিল রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার। এই ম্যাচের মধ্য দিয়েই বিপিএলের এবারের মিশন শুরু করেছে রংপুর রাইডার্স।

মিরপুর থেকে: স্ত্রী ইয়াশা সোবহানকে সাথে নিয়ে মিরপুরে এসে বিপিএলে রংপুর রাইডার্সের খেলা দেখে গেলেন বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাফওয়ান সোবহান। বুধবার (৯ নভেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচটি ছিল রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার।

এই ম্যাচের মধ্য দিয়েই বিপিএলের এবারের মিশন শুরু করেছে রংপুর রাইডার্স।

আর নিজেদের প্রথম ম্যাচে তামিম ইকবালের চিটাগং ভাইকিংসকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের শুভ সুচনা করেছে নাঈম ইসলামের রংপুর। শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ডে বসে সাফওয়ান সোবহান ও তার স্ত্রী রংপুরের দাপুটে জয় উপভোগ করেন।


একাধিক প্রতিষ্ঠানের মালিকানায় থাকা রংপুর রাইডার্সের টাইটেল স্পন্সর বসুন্ধরা গ্রুপ। প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান সাফওয়ানের সঙ্গে আরও ছিলেন রংপুর রাইডার্স চেয়ারম্যান ও দৈনিক ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসান।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘন্টা, ৯ নভেম্বর ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।