ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএল দেখতে মিরপুরে রিয়া সেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
বিপিএল দেখতে মিরপুরে রিয়া সেন ছবি: শোয়েব মিথুন, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে দিনের হাইভোল্টেজ ম্যাচে লড়ছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ও ছক্কা নাঈমের রংপুর রাইডার্স। আর এই ম্যাচে রংপুর রাইডার্সকে উৎসাহ দিতে সুদূর ভারত থেকে উড়ে মিরপুরে এসেছেন বলিউড তারকা রিয়া সেন।

মিরপুর থেকে: বিপিএলে দিনের হাইভোল্টেজ ম্যাচে লড়ছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ও ছক্কা নাঈমের রংপুর রাইডার্স। আর এই ম্যাচে রংপুর রাইডার্সকে উৎসাহ দিতে সুদূর ভারত থেকে উড়ে মিরপুরে এসেছেন বলিউড তারকা রিয়া সেন।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচ দেখতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে দলকে উৎসাহ যোগান রিয়া। রংপুর রাইডার্সের ম্যাচ দেখতে রিয়ার মাঠে উপস্থিতির কারণ জানাতে দলের মিডিয়া ম্যানেজার এম এ বাকী জানান, ‘রিয়া সেন রংপুর রাইডার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই এই ম্যাচ দেখতে তার মিরপুরে আসা। ’

বিপিএলের এবারের আসরের শুরু থেকেই চমক দেখিয়েছে রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচেই ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে তামিম ইকবালের চিটাগং ভাইকিংসকে। দ্বিতীয় ম্যাচে রংপুর ছিল আরও ধারালো। দলের সেরা দুই স্পিনার আফ্রিদি, আরাফাত সানির স্পিন ঘূর্ণিতে খুলনা টাইটানসকে ৪৪ রানে অলআউট করে গড়েছে বিপিএল ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড।

সেই ম্যাচটিও ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে নিয়েছেন নাঈম ইসলামরা। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়ার রংপুর রাইডার্স। আর সমান সংখ্যক ম্যাচে, ১ জয়ে, ২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে সাকিবের ঢাকা ডায়নামাইটস।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস    

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।