ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফিক্সিংয়ের অভিযোগে প্রোটিয়া সাবেক ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
ফিক্সিংয়ের অভিযোগে প্রোটিয়া সাবেক ব্যাটসম্যান আলভিরো পিটারসেন-ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার আলভিরো পিটারসেনের বিরুদ্ধে ছয়টি দুর্নীতি বিরোধী ধারা ভাঙার অভিযোগ আনল দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। গত বছর ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিয়ম ভেঙে তিনি ম্যাচ গড়াপেটা করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠছে।

ঢাকা: দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার আলভিরো পিটারসেনের বিরুদ্ধে ছয়টি দুর্নীতি বিরোধী ধারা ভাঙার অভিযোগ আনল দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। গত বছর ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিয়ম ভেঙে তিনি ম্যাচ গড়াপেটা করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠছে।

২০১০ সােল কলকাতার ইডেন গার্ডেনে টেস্ট অভিষেক হয়েছিল পিটারসেনের। অভিষেকে সেঞ্চুরিও করেছিলেন তিনি। দেশের হয়ে খেলেছেন প্রায় ৩৬টি টেস্ট। ওয়ানডে ২১টি।

আপাতত সমস্ত ক্রিকেটীয় ব্যাপার থেকে দূরে থাকার নিষেধাজ্ঞা চেপেছে পিটারসেনের উপর। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।   একই অভিযোগে পাঁচ জন অন্য ক্রিকেটারকে কড়া শাস্তি দেওয়া হয়েছে। যার মধ্যে সাত থেকে ২০ বছর পর্যন্ত জেলের শাস্তি রয়েছে। পিটারসেনকে ১৪ দিন দেওয়া হয়েছে অভিযোগের উত্তর দেওয়ার জন্য।

গত মার্চে পিটারসেন স্বীকার করেন তাকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিষয়টা তিনি রিপোর্টও করেছেন। তবে এই অভিযোগে তার উপরও তদন্ত চলছে স্বীকার করেননি তিনি। উল্টে তিনি একটি সংবাদপত্রের কাছে এমনও দাবি করেছেন যে গোটা কেলেঙ্কারিটা ফাঁস করতেই তিনি এগিয়ে এসেছেন। তার সেই দাবি কতটা সত্যি সেটাই দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।